এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

চট্টগ্রাম বোর্ড

বিষয় কোড: 102

সেট: ক

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
১।গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) দুই

(খ) তিন

(গ)চার

(ঘ) পাঁচ

উত্তর:

২।বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

(ক) ১১ টি

(গ) ৩৯টি

(গ) ৪৯টি

(ঘ) ৫০টি

উত্তর:

৩।বেলে মাটি’ কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ?

(ক) রুপবাচক

(খ) গুণবাচক

(গ) উপাদান বাচক

(ঘ) অবস্থা বাচক

উত্তর:

৪।পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?

(ক) বিপ্রকর্ষ

(খ) অপিনিহিতি

(গ) স্বরাগম

(ঘ) অভিশ্রুতি

উত্তর:

৫।মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন—বাকো কোন ক্রিয়া রয়েছে?

(ক) যৌগিক ক্রিয়া

(খ) প্রযোজক ক্রিয়া

(গ) মিশ্র ক্রিয়া

(ঘ) নাম ধাতুর ক্রিয়া

উত্তর:

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

৬। টপ + টপ > টপাটপ—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?

(ক) অপিনিহিতি

(খ) বিষমীভবন

(গ) সমীভবন

(ঘ) অসমীকরণ

উত্তর:

৭।”শীতার্ত শব্দটির সঠিক সম্মিবিচ্ছেদ কোনটি?

(ক) শীত+ঋত

(খ) শীত + আর্ত

(গ) শিত + ঋত

(ঘ) শিত + আর্ত

উত্তর:

৮। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।” এটি কী ধরনের বাক্য?

(ক) বিবৃতিমূলক

(গ) বিস্ময়সূচক

(গ) আদেশসূচক

(ঘ) ইচ্ছাসূচক

উত্তর:

৯।নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

(ক) গায়ক

(খ) নাবিক

(গ) নিজন্ত

(ঘ) গবাক্ষ

উত্তর:

১০। বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

(ক) সর্বনাম

(খ) অব্যয়

(গ) বিশেষ্য

(ঘ) বিশেষণ

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

উত্তর:

১১। পৌনঃপুনিকতা বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?

(ক) ঝির ঝির বাতাস বইছে

(খ) বার বার সে কামান গর্জে উঠল।

(গ) ভয়ে গা ছমছম করছে

(ঘ) গরম গরম জিলাপি

উত্তর:

১২।’সুতি কাপড় অনেক দিন টিকে। -এ বাক্যটি কিসের উদাহর?

(ক) কর্তৃবাচ্য

(খ) কর্মবাচ্য

(গ) কর্মকর্তৃবাচ্য

(ঘ) ভাববাচ্য

উত্তর:

১৩। তারিখ বাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?

(ক) হিন্দি

(খ) আরবি

(গ) বাংলা

(ঘ) ফারসি

উত্তর:

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
১৪। ‘পার্থক্য বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

(ক) অকুল পাথার

(খ) আট কপালে

(গ) কপাল ফেরা

(ঘ) ইতর বিশেষ

উত্তর:

১৫। অন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?

(ক) লালন-পালন

(খ) মকম

(গ) লেন-দেন

(ঘ) ধামা ধামা

উত্তর:

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১৬। ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি

(ক) নিশাকর

(খ) অবনী

(গ) দিবাকর

(ঘ) বিষ্ণু

উত্তর:

১৭। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?

(ক) পাটি

(খ) খানি

(গ) টুকু

(খ) টো

উত্তর:

১৮। ভাষার বিচারে বাক্যের কমটি গুণ থাকা চাই?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

উত্তর:

১৯। নীল যে পদ্ম = : নীলপর কোন সমাস?

(ক)দন্ধ

(খ) দ্বিগু

(গ) বহুব্রীহি

(খ) কর্মধার

উত্তর:

২০। ‘সীমার মাঝে অসীম তুমি। এখানে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করেছে?

(ক) একদেশিক

(খ) ক্ষনকাল

(গ) মধ্যে

(ঘ) ব্যাপ্তি

উত্তর:

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

২১। ফারসি উপসর্গ কোনটি?

(ক) নিম্

(খ) প্রতি

(গ) খাস

(ঘ) ইতি

উত্তর:

২২।ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় কী বলে?

(ক) অবিমৃষ্যকারী

(খ) অবিসংবাদিত

(গ) ইতিহাসবেত্তা

(গ) ঐতিহাসিক

উত্তর:

২৩। উপজীবিকা অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? (ক) চাখি

(খ) দোকানি

(গ) জেলে

(ঘ) দেমাকে

উত্তর:

২৪।তিলে তৈল আছে—বাক্যে ‘তিলে কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে ৭মী

(খ) কর্মের ৭মী

(গ) অপাদানে ৭

(ঘ) অধিকরণে ৭মী

উত্তর:

২৫।’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রতায় কোনটি?

(ক) সাল + না

(খ) দিল + অনা

(গ) দোল + অনা

(ঘ) দুল + না

উত্তর:

এসএসসি 2022 চট্টগ্রাম বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

২৬।উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

(ক) অরুণরাঙা

(খ) চন্দ্রমুখ

(গ) মনমাঝি

(ঘ) ক্রোধানল

উত্তর:

২৭। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে,তাকে কোন ধ্বনি বলে?

(ক) অল্পপ্রাণ

(খ) মহাপ্রাণ

(গ) ঘোষ

(ঘ) অঘোষ

উত্তর:

২৮। ‘বাঘে মহিষে এক ঘাটে জল বাঘে-মহিষে কোন কর্তা?

(ক) মুখ্যকর্তা

(খ) প্রযোজ্য কর্ত

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) প্রযোজক কর্তা

উত্তর:

২৯। ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! এখানে অনস্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?

(ক) স্বীকৃতি

(খ) সমর্থন

(গ) সম্মতি

(ঘ) উচ্ছ্বাস

উত্তর:

৩০।যোগরূঢ় শব্দ কোনটি?

(ক) সন্দেশ

(খ) বাবুয়ানা

(গ) কার্জনা

(ঘ) পঙ্কজ

উত্তর:

Categories Uncategorized

Leave a Comment

x