এসএসসি 2022 ফিন্যান্স ও ব্যাংকিং নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 ফিন্যান্স ও ব্যাংকিং নৈবিত্তিক এর উত্তরমালা

বোর্ড: ঢাকা

বিষয় কোড:

সেট:

১। ‘পারস্পরিক উন্নতি সাধন’ নিচের কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য?

(ক) একক ব্যাংক
(খ) শাখা ব্যাংক
(গ) চেইন ব্যাংক
(ঘ) গ্রুপ ব্যাংক

উত্তর: ঘ

২। ১৯৬০ এর দশকে–

(ক) কম্পিউটার অধ্যায়ের শুরু হয়

(খ) আধুনিক অর্থায়নের শুরু হয়

(গ) শেয়ার বিক্রি শুরু হয়

(ঘ) অর্থায়ন গণিতনির্ভর হয়

উত্তর: খ

৩। মূলধন বাজেটিং-এর কোন পদ্ধতিতে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়?

(ক) গড় মুনাফার হার

(খ) অভ্যন্তরীণ মুনাফার হার

(গ) পে-ব্যাক সময়

(ঘ) নিট বর্তমান মূল্য

উত্তর: ক

৪। চলতি হিসাবের ক্ষেত্রে

i. সপ্তাহে প্রতিদিন টাকা উত্তোলন করা যায়
ii. সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করা যায়
iii.জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

৫। কাঁচামাল ক্রয়ের সিদ্ধান্ত

(ক) চলতি বিনিয়োগ সিদ্ধান্ত

(খ) আয় বা অর্থায়ন সিদ্ধান্ত

(গ) উৎপাদনমুখী বিনিয়োগ সিদ্ধান্ত

(ঘ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত

উত্তর: ক

৬।ব্যাংকের মুনাফা হবে—

i. আমানতকারীর সুদের হার বেশি হলে

ii. ঋণগ্রহীতার সুদের হার বেশি হলে

iii. বিভিন্ন ধরনের মেয়াদি আমানত বেশি হলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: গ

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :

তামজিদ ট্রেডিং এন্ড কোম্পানি চীন থেকে ৩,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন আমদানি করেন। মেশিনটির মেয়াদ ৪ বছর এবং মেশিন থেকে বছরে পর্যায়ক্রমে ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা, ৬৫,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকা নীট মুনাফা হয়।

৭।কোম্পানিটির গড় মুনাফা কত?

(ক) ৬৬,০০০ টাকা

(খ) ৬৬,৫০০ টাকা

(গ) ৬৭,০০০ টাকা

(ঘ) ৬৭,৫০০ টাকা

উত্তর: ঘ

৮।কোম্পানিটির গড় মুনাফার হার কত হবে?

(ক) ৪০%

(খ) ৪৫%

(গ) ৫০%

(ঘ) ৫৫%

উত্তর: খ

৯।BDBL কোন ধরনের ব্যাংক?

(ক) কৃষি ব্যাংক

(খ) শিল্প ব্যাংক

(গ) বন্ধকি ব্যাংক

(ঘ) বিনিয়োগ ব্যাংক

উত্তর: খ

১০।জনাব আজাদ একটি বাণিজ্যিক ব্যাংকে ১০% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকা জমা রাখলেন। ২ বছর পর তার জমাকৃত টাকার পরিমাণ কত হবে?

(ক) ১২,১০০ টাকা

(খ) ১২,০০০ টাকা

(গ) ১১,৯০০ টাকা

(ঘ) ১১,০০০ টাকা

উত্তর: ক

১১।পে-ব্যাক সময় পদ্ধতিতে —

i. ক্রমযোজিত নগদ প্রবাহ ব্যবহার করা হয়

ii. বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করা হয়
iii. বিনিয়োগকৃত টাকা কত সময়ে ফেরত আসবে তা নির্ণয় করা হয়।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও i

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

১২। নিচের কোন হিসাবে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসাবে টাকা স্থানান্তর করে?

(ক) ডিপোজিট পেনশন স্কিম হিসাব

(খ) বিমা সঞ্চয়ী হিসাব

(গ) ঋণ আমানতি হিসাব

(ঘ) বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব

উত্তর: গ

১৩। কোন দশকে WTO আত্মপ্রকাশ করে?

(ক) ১৯৬০

(খ) ১৯৭০

(গ) ১৯৮০

(ঘ) ১৯৯০

উত্তর: ঘ

১৪। নিচের কোনটি ঝুঁকিযুক্ত বিনিয়োগ?

(ক) সাধারণ শেয়ার (গ) ট্রেজারি বিল

(খ) মেয়াদি আমানত (ঘ) ট্রেজারি বন্ড

উত্তর: ক

১৫।লকার সেবা প্রদান ব্যাংকিং ব্যবসায়ের কোন মূলনীতির অন্তর্ভুক্ত?

(ক) সচ্ছলতার নীতি

(খ) বিশ্বস্ততার নীতি

(গ) সাবধানতার নীতি

(ঘ) বিশেষায়নের নীতি

উত্তর: খ

১৬। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় হলো –

i. বহুমুখী সেবাসম্পন্ন ব্যাংক

(ii) তালিকাভুক্ত ব্যাংক

iii. অধিক সুদ গ্রহণকারী ব্যাংক

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: ক

১৭। নিচের কোনটির মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে লেনদেন করা সম্ভব

(ক) মোবাইল ব্যাংকিং

(খ) এস. এম. এস ব্যাংকিং

(গ) ইন্টারনেট ব্যাংকিং

(ঘ) এনি ব্রাঞ্চ ব্যাংকিং

উত্তর: গ

১৮। গ্রহীতাকে যন্ত্রপাতি ক্রয়ের জন্য অর্থায়ন করা হলে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় তাকে কী বলে?

(ক) ইজারা

(খ) মুসারাকা

(গ) মুদারাবা

(ঘ) মুরাবাহা

উত্তর: ঘ

১৯। আলফা ব্যাংক ৬ বছরে দ্বিগুণ হওয়ার শর্তে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করলে, সুদের হার হবে—

(ক) ৮%

(খ) ১২%

(গ) ১৬%

(ঘ) 20%

উত্তর: খ

২০। বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে?

(ক) আমদানি (গ) রেমিটেন্স

(খ) রপ্তানি (ঘ) বিনিয়োগ

উত্তর: গ

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও।

জনাব জাকিরের একটি প্রকল্প থেকে গত চার বছরে আয়ের পরিমাণ যথাক্রমে ১০%, ১২%, ১২% ও ১৪% এবং প্রকল্পটির গড় আয় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৮।

২১। প্রকল্পটির গড় আয় কত?

(ক) ১২% (গ) ১৬%

(খ) ১৪% (ঘ) ১৮%

উত্তর: ক

২২। প্রকল্পটির আদর্শ বিচ্যুতির পরিমাণ কত?

(ক) ১.০৬%

(খ) ১.৬৩%

(গ) ৭.০৬%

(ঘ) ১৬.৩২%

উত্তর: খ

২৩। বাণিজ্যিক ব্যাংক

i. মূলধন গঠন করে ও ঋণ আমানত সৃষ্টি করে।

ii. মুদ্রার প্রচলন করে এবং ঋণ নিয়ন্ত্রণ করে

iii. অর্থ স্থানান্তর করে এবং প্রত্যয় পত্র ইস্যু করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর: খ

২৪।PPP কোন অর্থায়নের সাথে জড়িত?

(ক) পারিবারিক

(খ) ব্যবসায়

(গ) আন্তর্জাতিক

(ঘ) সরকারি

উত্তর: ঘ

২৫। ব্যাংকের চেক

i. মুদ্রা প্রচলনের কাজ সহজ করে

ii.বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে

iii. মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর:গ

২৬।জনাব আতিক একটি প্রকল্পে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। প্রকল্পটির মেয়াদ ১০ বছর এবং প্রতি বছর প্রকল্প থেকে ৭৫০০০ টাকা আয় হয়। প্রকল্পটির পে-ব্যাংক সময় কত হবে?

(ক) ৩ বছর

(খ) ৪ বছর

(গ) ৫ বছর

(ঘ) ৬ বছর

উত্তর:খ

২৭।ব্যাংক হিসাব বন্ধের জন্য কোনটি দরকার?

(ক) ব্যবহৃত চেকবই

(খ) গ্রাহকের ছবি

(গ) অনুরোধপত্র

(ঘ) জাতীয় পরিচয়পত্র

উত্তর: গ

২৮। আদর্শ বিচ্যুতি

i. একটি পরিসংখ্যানিক পদ্ধতি

ii. বেশি হলে ঝুঁকিও বেশি হয়

iii. মূলধন বাজেটিং-এ ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও ii

উত্তর: ক

নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব শাহজাহান একজন সরকারি চাকুরিজীবী। তিনি সাপ্তাহিক ২% হারে চক্রবৃদ্ধি সুদে ৫০,০০০ টাকা ১ বছরের জন্য সিটিজেন ব্যাংকে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন।

২৯।উদ্দীপক অনুযায়ী ‘M’ এর মান কত হবে?

(ক) ১২ (গ) ৩৮

(খ) 24 (ঘ) ৫২

উত্তর: ঘ

৩০।সিটিজেন ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার কত হবে?

(ক) ১৮.০৫%

এসএসসি 2022 ফিন্যান্স ও ব্যাংকিং নৈবিত্তিক এর উত্তরমালা

Categories Uncategorized

Leave a Comment

x