এইচএসসি বাংলা ১ম পত্র নৈব্যত্তিক (MCQ) সমাধান ঢাকা বোর্ড

ঢাকা বোর্ড এইচএসসি 2022 বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান | SSC All Board Bangla 1st Paper MCQ Question & Answer/Solution 2022

আসসালামু আলাইকুম? প্রিয় এইচএসসিপরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা কেমন হলো? আশা করি ভালো! আজকে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি 2022 ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষা।

আজকে আমরা তোমাদের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র পরীক্ষার বহুনির্বাচনী / নৈবিত্তিক (MCQ) উত্তরমালা সমাধান করব।

তোমরা যারা এইচএসসি 2022 ঢাকা বোর্ডের পরীক্ষার্থী রয়েছে তারা তাদের বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী (MCQ) উত্তরমালা সমাধান আমাদের এখানে পেয়ে যাবে। আমরা সব সময় 100% সঠিক নৈবিত্তিক এর উত্তরমালা শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্র এর সমাধান শেয়ার করব।

১। তােমার দাড়ি কই মিঞা? কার প্রসঙ্গে বলা হয়েছে?

(ক) মজিদ

(গ) মােদাব্যের মিঞা (

(খ) আক্কাস

ঘ) ধলা মিঞা 

২। ১৯৭২ সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয়। কবির স্বীকৃতি দেওয়া হয়? 

(ক) প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ 

(খ) সৈয়দ নজরুল ইসলাম

(গ) স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামারুজ্জামান

(ঘ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩। তােমার পঠিত কোন কবিতাটি সংলাপনির্ভর? 

(ক) সুচেতনা।

(খ) তাহারেই পড়ে মনে 

(গ) বিদ্রোহী:

(ঘ) প্রতিদান। 

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও : যা রুপিবে—তাই পুবে, সংসার যে কর্মভূমি! 

৪। উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সংগতিপূর্ণ পংক্তি

কোনটি? 

(ক) একখানি ছােটো খেত, আমি একেলা

(খ)এখন আমারে লহাে করুণা করে।।

(গ) আমারি সােনার ধানে গিয়েছে ভরি।

(ঘ) যত চাও তত লও তরণী-পরে। 

৫। উক্ত সংগতির বিপরীতে ‘সােনার তরী’ কবিতার

অন্তর্নিহিত দর্শনটি হলাে—

 i. পৃথিবীতে ভালাে কাজের জন্য ভালাে ফল পাওয়া

যায়।

 ii. মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে নয়। 

iii. মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর নিচের কোনটি সঠিক? 

(ক) i ও ii 

(খ) ii ও iii 

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii 

৬। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন;’—উক্তিটিতে

প্রকাশ পেয়েছে 

(ক) ভাবালুতা

(খ) মর্ত্যচেতনা

(গ) ইহলৌকিকতা

(ঘ) সমকাল নিয়ে হতাশা যাবে না।

৭। জীবনানন্দ দাশের কবি চেতনায় ‘সুচেতনা’ হলাে—

i. এক চেতনানিহিত আরাধ্য নারী-সত্তা।

ii. এক শুভচেতনা।

iii. জীবন্মুক্তি এক চেতনা যা পৃথিবীর মানুষকে

জীবন্ময় করে রাখে।

নিচের কোনটি সঠিক?

(গ) ii ও iii

(ঘ) i ও iii |

৮। যে মােরে দিয়েছে বিষে-ভরা বাণ,

আমি দেই তারে বুকভরা গান;—এখানে ‘বিযেভরা বাণ’ কী অর্থ জ্ঞাপন করেছে?

(ক) কটুকথা

(খ) তীর

(গ) মন্ত্র।

(ঘ) শর। 

৯। তাজা তাজা প্রাণে অসহ্য—কী?

(ক) কল্পনা।

(খ) মন্ত্রণা

(গ) বন্দনা

(ঘ) যন্ত্রণা 

১০। ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার মুখকে ‘তরুণ

শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে?

(ক) সালাম

(খ) রফিক

(গ) বরকত

(ঘ) আসাদ

১১। ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয়

হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? 

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) আবু জাফর ওবায়দুল্লাহ 

(গ) জীবনানন্দ দাশ।

(ঘ) সুফিয়া কামাল।

১২। কোন পংক্তিটি চিত্রকল্প’ বা ‘ইমেজ’-এর প্রকৃষ্ট উদাহরণ?

(ক) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারিনা কোনাে মতে

(খ) মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে

(গ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

(ঘ) আবার ফুটেছে দ্যাখাে কৃষ্ণচূড়া থরে থরে শহরের

পথে—

১৩। “সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনী

গন্ধার শুভ্র মঞ্জুরীর মতাে সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে”—কে? 

(ক) বিলাসী

| (খ) আদি

(গ) জমিলা।

(ঘ) কল্যাণী


অপরিচিতা গাঙ্গার শীখ মুখ ৩ (বন্ধ) কোনটি?

(ক) শম্বুথ সোনৰ কন্যা সম্প্রদানে অসম্মতির 

(খ) ট্রেনে কল্যাণীর সাক্ষলাভ মুহূর্ত 

(গ) সেক কর্তৃক গহনা পরীক্ষার মুহুর্ত

(ঘ) গায়ে-হলুদ মুহুর্ত 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :

মরণরে উঁহু মম শ্যাম সমান 

১৫। উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ চরিত্র কোনটি?

(ক) মৃত্যুঞ্জয়। 

(খ) বিলাসী 

(গ) ন্যাড়া

(ঘ) ন্যাড়ার আত্মীয়া 

১৬। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি?

(খ) সমাজ 

(গ) প্রেম :

(ঘ) ঘৃণা 

১৭। দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি—

তা দূর করতে কী প্রয়ােজন? 

(ক) আগুনের ঝাণ্ডা , 

(খ) স্পষ্টকথা বলা

(গ) আত্মনির্ভরতা 

(ঘ) আগুনের সম্মার্জনা

১৮। আমার পথ’ প্রবন্ধে স্পষ্টকথা বলা প্রসঙ্গে নজরুল

নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? 

(ক) আগুনের ঝাণ্ডা 

(খ) কর্ণধার

(গ) গান্ধীজি 

(ঘ) অভিশাপ রথের সারথি।

১৯। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল

কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? 

(ক) বুদ্ধির মুক্তি আন্দোলন 

(খ) ভাষা আন্দোলন

(গ) উনসত্তরের গণঅভ্যুত্থান

(ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ

২০। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে

সৃজনশীল মানবিক কর্মে নিয়ােগ করা যায়—একমাত্র কার সাহায্যে? 

(ক) মুক্ত বুদ্ধি

(খ) মুক্ত বিচার বুদ্ধি 

(গ) সদিচ্ছা 

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও : 

ভরসা হলাে, আর দমাতে পারবেনা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা

করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লােক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে।….. জনমত সৃষ্টি হয়েছে,

জনমতের বিরুদ্ধে যেতে শােষকরাও ভয় পায়।

২১। উদ্দীপকের আলােকে পলাশী যুদ্ধে পরাজয়ের পর কে

জনমত গঠনের মাধ্যমে প্রতিরােধের শেষ চেষ্টা করেছিলেন? (ক) মােহন লাল 

(খ) নারান সিং।

(গ) সিরাজউদ্দৌলা 

(ঘ) মির কাশিম 

২২। উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটি ছিল?

(ক) যােগ্য নেতৃত্বের অভাব 

(খ) দেশপ্রেম ও সংঘচেতনার অভাব। 

(গ) অস্ত্রের অভাব।

(ঘ) সৈনিকের অভাব 

২৩। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্পবয়সী একটি

বৌ’–বৌটি কে? 

(ক) জমিলা

(খ) রহিমা 

(গ) আহ্লাদি

(ঘ) সুবুদ্ধি

(ঘ) বিলাসী


২৪ । আমি তােমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম’-~

উক্তিটি কার? 

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

(খ) শেখ হাসিনা

 (গ) শেখ কামাল

(ঘ) শেখ ফজিলাতুন্নেসা মুজিব

২৫। ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ হতে নেয়া

হয়েছে? 

(ক) মানবতন্ত্র 

(খ) রাঙাপ্রভাত

(গ) মাটির পৃথিবী 

(ঘ) চৌচির নিচের 

উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :

অন্ন চাই, প্রাণ চাই, আলাে চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য-মাঝারে কবি,

একবার নিয়ে এসাে স্বর্গ হতে বিশ্বাসের ছবি 

২৬। উদ্দীপকের আলােকে ‘লালসালু উপন্যাসের প্রাণময় ও

সাহসী চরিত্র কোনটি? 

(ক) আক্কাস

(খ) রহিমা

(গ) জমিলা

(ঘ) তাহের-কাদেরের পিতা 

২৭। উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হলাে—

i. নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণধর্মের জাগরণ 

ii. শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির

সঙ্গে সুস্থ ও মুক্ত জীবনীকাক্ষার দ্বন্দ্ব

iii. ধর্মব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট ও সংকটের

একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি 

নিচের কোনটি সঠিক?

(খ) i ও ii

(গ) iii

(ঘ) i, ii ও iii

২৮। সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের

অনুসারী ছিলেন?

(ক) জগৎ শেঠ 

(খ) মিরন 

(গ) উমিচাদ

(ঘ) রাজা রাজবল্লভ

২৯। কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়—

i. শাসকরা যখন শােষক হয়

ii. স্বৈরাচার যখন জেঁকে বসে 

iii. আমলাতন্ত্রের দৌরাত্ম যখন বেড়ে যায়। 

নিচের কোনটি সঠিক?

(ঘ) i, ii ও iii 

‘রেইনকোট’ গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে 

(ক) মুক্তিযুদ্ধ ও সংগ্রাম 

(খ) পাকবাহিনীর অত্যাচার 

(গ) উষ্ণতা, সাহস ও দেশপ্রেম 

(ঘ) মুক্তিযােদ্ধাদের আত্মত্যাগ

ঢাকা বোর্ড এইচএসসি 2022 বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

রাজশাহী বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

যশোর বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

চট্টগ্রাম বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

বরিশাল বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

দিনাজপুর বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

ময়মনসিংহ বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

কুমিল্লা বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

সিলেট বোর্ড এইচএসসি 2022 বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

বিশেষ দ্রষ্টব্য: অনেক সময় আপনাদের প্রশ্নগুলো আমাদের হাতে আসতে একটু লেট হয়ে যায়, সমাধান করতেও দেরি হয়ে যায়। তুমি যদি সবার আগে তোমার বোর্ডের প্রশ্নের সমাধান পেতে চাও, তাহলে তোমাদের প্রশ্নটি ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো।

ঢাকা বোর্ড এইচএসসি 2022 বহুনির্বাচনী/নৈব্যত্তিক (MCQ) সমাধান

হোয়াটসঅ্যাপ নম্বর: 01645651483

নোটঃ- বিকাল ১.৩০ – ২.০০  মিনিটের ভিতর উত্তর এড করা হবে। তাই একটু পরে পরে আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করার অনুরোধ রইলো। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন।

ধন্যবাদ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের মূল্যবান সময়ের জন্য।

ইংরেজি শিখুন খুব সহজে

HSC Exam Routine PDF Download 2022

Categories Uncategorized

Leave a Comment

x