ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১ম অধ্যায় “ব্যবসায়ের মৌলিক ধারণা” থেকে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন শেয়ার করব। যে MCQ প্রশ্ন গুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই বছরের এইচএসসি পরীক্ষায় এখান থেকে অনেকগুলো কেমন থাকবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই নৈবিত্তিক প্রশ্ন গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ১ম অধ্যায় “ব্যবসায়ের মৌলিক ধারণা” থেকে পরীক্ষায় আসার মত প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
১. Business শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি
গ. ফ্রেঞ্চ,
খ. ইতালিয়
ঘ. ফার্সী
উত্তর: ক. ইংরেজি
২. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. সম্পত্তি অর্জন
খ. মুনাফা অর্জন
গ. মানব সেবা
ঘ. গ্রাহক সন্তুষ্টি
উত্তর: খ. মুনাফা অর্জন
৩. উৎপাদনের বাহন কোনটি?
ক. শিল্প
খ. বাণিজ্য
গ. ব্যবসায়
ঘ. মানবসম্পদ
উত্তর: ক. শিল্প
৪. নিচের কোনটি ট্রেড সহায়ক কাজ?
ক. গুদামজাতকরণ
খ. উৎপাদন
গ. খুচরা ব্যবসায়
ঘ. পুনঃ রপ্তানি
উত্তর: ক. গুদামজাতকরণ
৫. ক্রয়-বিক্রয় কার্যকে কী বলে?
ক. শিল্প
খ. ট্রেড
গ. বাণিজ্য
ঘ. ব্যবসায়
উত্তর: খ. ট্রেড
৬. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত
খ. রূপগত
গ. স্থানগত
ঘ. সময়গত
উত্তর: খ. রূপগত
৭.ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?
ক. উৎপাদন
খ. বণ্টন
গ. সেবা প্রদান
ঘ. পণ্য সরবরাহ
উত্তর: ক. উৎপাদন
৮. ট্রেড (ক্রয়-বিক্রয়) কোন ধরনের বাধা দূর করে?
ক. স্বত্বগত
খ. প্রচারগত
গ. অর্থগত
ঘ. রূপগত
উত্তর: ক. স্বত্বগত
৯. পণ্য বণ্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে?
ক. প্রচারগত
খ. অর্থগত
ঘ. ঝুঁকিগত
গ. স্বত্বগত
উত্তর: খ. অর্থগত
১০. পণ্য বণ্টনে স্থানগত বাধা দূর হয় কিসের মাধ্যমে?
ক. বিজ্ঞাপন
খ. পরিবহণ
গ. গুদামজাতকরণ
ঘ. পণ্য বিনিময়
উত্তর: খ. পরিবহণ
১১. বাজারজাতকরণ প্রসার কোন ধরনের উপযোগ
সৃষ্টি করে?
ক. কালগত
খ. স্থানগত
গ. স্বত্বগত
ঘ. জ্ঞানগত
উত্তর: ঘ. জ্ঞানগত
১২. নিচের কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য?
ক. ক্রয়-বিক্রয়
খ. উৎপাদন ও বণ্টন
গ. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
ঘ. ঝুঁকি ও অনিশ্চয়তা
উত্তর: ঘ. ঝুঁকি ও অনিশ্চয়তা
১৩. নার্সারি ও হ্যাচারি নিচের কোন ধরনের শিল্পের মধ্যে পড়ে?
ক. প্রস্তুত
খ. নির্মাণ
গ. প্রজনন
ঘ. সংযোজন
উত্তর: গ. প্রজনন
১৪. মুনাফা লাভের উদ্দেশ্যে সকল বৈধ কাজকে কী বলে?
ক. ব্যবসায়
খ. শিল্প
গ. বাণিজ্য
ঘ. ট্রেড
উত্তর: ক. ব্যবসায়
১৫. ব্যবসায়ের ভূষণ কোনটি?
ক. মুনাফা
খ. সুনাম
গ. সমৃদ্ধি
ঘ. শৃঙ্খলা
উত্তর: খ. সুনাম
১৬. নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্ৰজনন
খ. বিশ্লেষণ
গ. নির্মাণ
ঘ. সেবা বা পরিবেশক
উত্তর: ক. প্ৰজনন
১৭. বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রক্রিয়াজাতকরণ
খ. সংযোজন
গ. সেবা পরিবেশক
ঘ. বিশ্লেষণ
উত্তর: গ. সেবা পরিবেশক
১৮. গুদামজাতকরণ পণ্যের কোন বাধা দূর করে?
ক. স্থানগত
খ. কালগত
গ. রূপগত
ঘ. অর্থগত
উত্তর: গ. রূপগত
১৯. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি?
ক. মুনাফা
খ. সমৃদ্ধি
গ. শৃঙ্খলা
ঘ. সুনাম
উত্তর: ঘ. সুনাম
২০. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান বহির্ভূত?
ক. ঔষধের দোকান
খ. দাতব্য প্রতিষ্ঠান
গ. ক্লিনিক ব্যবসায়
ঘ. খাবারের দোকান
উত্তর: খ. দাতব্য প্রতিষ্ঠান
২১. নিচের কোনটি শিল্পের প্রকারভেদের বহির্ভূত
ক. প্ৰজনন
খ. বিজ্ঞাপন
গ. নিষ্কাশন
ঘ. নির্মাণ
উত্তর: খ. বিজ্ঞাপন
২২. নিচের কোনটি বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান?
ক. পরামর্শক ফার্ম
খ. ডেইরি ফার্ম
গ. বিজ্ঞাপনী ফার্ম
ঘ. অডিট ফার্ম
উত্তর: গ. বিজ্ঞাপনী ফার্ম
২৩. নদী থেকে বালু উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
ক. উৎপাদন
খ. নিষ্কাশন
গ. সেবা পরিবেশক
ঘ. নির্মাণ
উত্তর: খ. নিষ্কাশন
২৪. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত?
ক. সংযোজন
খ. যৌগিক
গ. বিশ্লেষণ
ঘ. নিষ্কাশন
উত্তর: খ. যৌগিক
২৫. আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক. বিশ্লেষণ
খ. যৌগিক
গ. প্রক্রিয়াভিত্তিক
ঘ. সংযোজন
উত্তর: প্রক্রিয়াভিত্তিক
২৬. সার উৎপাদন কোন প্রকারের শিল্প ?
ক. নির্মাণ
খ. সংযোজন
গ. যৌগিক
ঘ. নিষ্কাশন
উত্তর: গ. যৌগিক
২৭. কাঠ থেকে আসবাবপত্র তৈরি কোন ধরনের শিল্পের অর্ন্তগত?
ক. প্রস্তুত/যান্ত্রিক
খ. নির্মাণ
গ. নিষ্কাশন
ঘ. সংযোজন
উত্তর: ক. প্রস্তুত/যান্ত্রিক
২৮. পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন
খ. উৎপাদন
গ. নির্মাণ
ঘ. সেবা
উত্তর: ঘ. সেবা
২৯. অকটেন প্রস্তুত কোন ধরনের শিল্প?
ক. যৌগিক
খ. প্রক্রিয়া
গ. সমন্বিত
ঘ. বিশ্লেষণ
উত্তর: ঘ. বিশ্লেষণ
৩০. কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে?
ক. ব্যাংক
গ. শিল্প
খ. বিমা
ঘ. সমবায়
উত্তর: ক. ব্যাংক
৩১. একটা ব্যবসায় গঠনের মূল উপাদান কী?
ক. অর্থ
খ. পরিবেশ
গ. উদ্যোগ
ঘ. নীতি
উত্তর: গ. উদ্যোগ
৩২. কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়?
ক. দ্বাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. অষ্টাদশ শতাব্দীর শেষে
ঘ. অষ্টাদশ শতাব্দীর প্রথমে
উত্তর: গ. অষ্টাদশ শতাব্দীর শেষে
৩৩. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কোনটি?
ক. ব্যাংক
খ. বিমা
গ. সমবায় সমিতি
ঘ. ব্যবসায়
উত্তর: ঘ. ব্যবসায়
৩৪. সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবক কে?
ক. ড. আকতার হামিদ খান
খ. ড. হুসনে আরা বেগম
গ. স্যার ফজলে হাসান আবেদ
ঘ. ড. মো. ইউনূস
উত্তর: ঘ. ড. মো. ইউনূস
৩৫. ‘কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ ব্যবসায়ের-
ক. বৈশিষ্ট্য
ক. শিল্পে
গ. গুরুত্ব
ঘ. সুবিধা
উত্তর: গ. গুরুত্ব
৩৬. কোন কাজে মুনাফা লাভ বিলম্বে ঘটে?
ক. শিল্পে
খ. বাণিজ্যে
গ. প্রত্যক্ষ সেবায়
ঘ. ব্যবসায়
উত্তর: ক. শিল্পে
৩৭. প্রমিতকরণ হলো পণ্যের-
ক. মান নির্ধারণ
খ. পণ্য নির্ধারণ
গ. পণ্য বিভাজন
ঘ. পণ্য নির্দিষ্টকরণ
উত্তর: ক. মান নির্ধারণ
৩৮. নিচের কোনটি শিল্পের বৈশিষ্ট্য?
ক. বণ্টনকারী শাখা
খ. বিকেন্দ্রীভূত কাজ
গ. রূপগত উপযোগ সৃষ্টি
ঘ. মজুতযোগ্য নয়
উত্তর: গ. রূপগত উপযোগ সৃষ্টি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ২য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৩য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৪য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৫য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৬য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৭য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৮য় অধ্যায় (PDF)
ভিডিও দেখতে আম নিউজ আমাদের ইউটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।