ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায়- MCQ (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় “ব্যবসায় পরিবেশ” থেকে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন শেয়ার করব। যে MCQ প্রশ্ন গুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই বছরের এইচএসসি পরীক্ষায় এখান থেকে অনেকগুলো কেমন থাকবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই নৈবিত্তিক প্রশ্ন গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ২য় অধ্যায় “ব্যবসায় পরিবেশ” থেকে পরীক্ষায় আসার মত প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

২য় অধ্যায় (ব্যবসায় পরিবেশ)

১.জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক

খ. অর্থনৈতিক

গ. সামাজিক 

ঘ. প্রযুক্তিগত

উত্তর: ক. প্রাকৃতিক

২.মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক

খ. অর্থনৈতিক

গ. সামাজিক

ঘ. সাংস্কৃতিক

উত্তর:খ. অর্থনৈতিক

৩.জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত?

ক. প্রাকৃতিক

খ. সামাজিক

গ. রাজনৈতিক

ঘ. অর্থনৈতিক

উত্তর: খ. সামাজিক

৪.দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

ক. সামাজিক

খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক

ঘ. প্রাকৃতিক

উত্তর: গ. রাজনৈতিক

৫. কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. প্রযুক্তিগত

খ. রাজনৈতিক

গ. সামাজিক

ঘ. প্রাকৃতিক

উত্তর: ক. প্রযুক্তিগত

৬. কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?

ক. মূলধন

খ. জনসংখ্যা

গ. দেশের ঐতিহ্য

ঘ. দেশীয় অবস্থান

উত্তর: ঘ. দেশীয় অবস্থান

৭. নীচের কোনটি অর্থনেতিক পরিবেশের উপাদান?

ক. সঞ্চয় ও বিনিয়োগ

খ. প্রাকৃতিক সম্পদ

গ. উন্নত প্রযুক্তি

ঘ. শিক্ষা প্রতিষ্ঠান

উত্তর: ক. সঞ্চয় ও বিনিয়োগ

৮. অপ্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ

উপাদান কোনটি?

ক. জলবায়ু

খ. ভূমি

গ. দেশীয় অবস্থান

 ঘ. ঐতিহ্য

উত্তর:  ঘ. ঐতিহ্য

৯.নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান

বহির্ভূত? 

ক. সরকার

খ. মানব সম্পদ

গ. আন্তর্জাতিক সম্পর্ক

ঘ. আইন শৃঙ্খলা পরিস্থিতি

উত্তর: খ. মানব সম্পদ

১০. খনিজ সম্পদ ও মানবসম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. প্রাকৃতিক

খ. অর্থনৈতিক

গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক

ঘ. অর্থনৈতিক ও সামাজিক

উত্তর: গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক

১১. জনসংখ্যা ও ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. অর্থনৈতিক

খ. সামাজিক

গ. অর্থনৈতিক

ঘ. সামাজিক ও রাজনৈতি

উত্তর: খ. সামাজিক

১২. সরকারের ‘স্বাক্ষরতা কর্মসূচি’ কোন পরিবেশের উপাদান?

ক. রাজনৈতিক গ. আইনগত

খ. অর্থনৈতিক ঘ. সামাজিক 

উত্তর: ক. রাজনৈতিক

১৩.সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন

পরিবেশের মধ্যে পড়ে?

ক. অর্থনৈতিক

খ. সামাজিক

গ. রাজনৈতিক

ঘ. আইনগত

উত্তর: ঘ. আইনগত

১৪. নীতি-নৈতিকতা ও মূল্যবোধ কোন ধরনে ব্যবসায় পরিবেশের উপাদান ?

ক. প্রাকৃতিক

খ. সামাজিক

গ. আইনগত

ঘ. রাজনৈতিক

উত্তর: খ. সামাজিক

১৫. ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান? [RB 201 ক. অর্থনৈতিক

ক. অর্থনৈতিক গ. সামাজিক

খ. রাজনৈতিক ঘ. প্রাকৃতিক

উত্তর: ক. অর্থনৈতিক

১৬. জাতীয়তা কোন পরিবেশের উপাদান? 

ক. ধর্মীয়

খ. সামাজিক 

গ.আইনগত 

ঘ.সাংস্কৃতিক 

উত্তর:

১৭. দেশের শেয়ারবাজার কোন ধরনের পরিবেশের

উপাদান? 

ক. অর্থনৈতিক  খ. সামাজিক

ঘ, সাংস্কৃতিক  গ. রাজনৈতিক

উত্তর: ক. অর্থনৈতিক

১৮. আবাসিক এলাকায় শিল্প স্থাপন না করা কোন পরিবেশের উপাদানের বিষয় ?

 ক. ধর্মীয়  গ. আইনগত

খ. সামাজিক ঘ. সাংস্কৃতিক

উত্তর: গ. আইনগত

১৯. পরিবেশের কোন উপাদানের কারণে চরাঞ্চলে চিনাবাদাম চাষ ভালো হয়?

 ক. অর্থনৈতিক

গ. সামাজিক

খ. রাজনৈতিক

ঘ. প্রাকৃতিক

উত্তর: ঘ. প্রাকৃতিক

২০. দু’টি দেশের মধ্যে সম্পাদিত দ্বি-পাক্ষিক চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. রাজনৈতিক

খ. অর্থনৈতিক

গ. আইনগত

 ঘ. প্রযুক্তিগত

উত্তর: ক. রাজনৈতিক

২১. ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের উপাদানের মধ্যে পড়ে-

ক. সঞ্চয়

খ. আইন

গ. আইন শৃঙ্খলা বাহিনী 

ঘ. ক্রেতা ও ভোক্তা

উত্তর: ঘ. ক্রেতা ও ভোক্তা

২২.ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি?

ক. ব্যবস্থাপক খ. প্রতিযোগী

গ. সরকার ঘ. সরবরাহকারী

উত্তর: ক. ব্যবস্থাপক

২৩. ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক উপাদান কোনটি?

 ক. মালিক খ. শ্রমিক-কর্মী

গ. মূলধন ঘ. প্রতিযোগী

উত্তর: খ. শ্রমিক-কর্মী

২৪. নীচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান বহির্ভূত ?

ক. প্রাকৃতিক সম্পদ গ. দেশের সার্বভৌমত্ব

খ. দেশীয় অবস্থান ঘ. দেশের আয়তন

উত্তর: গ. দেশের সার্বভৌমত্ব

২৫. পরিবেশ বলতে নিচের কোনটি বুঝায়? 

ক. মানুষের আচার-আচরণের ভাবধারা

খ. আচরণের ওপর প্রভাব সৃষ্টিকারী বিষয়সমূহ 

গ. পারিপার্শ্বিকতার ইতিবাচক দিকসমূহ

ঘ. মানুষের জীবন ও কাজে প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতা

উত্তর: ঘ. মানুষের জীবন ও কাজে প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতা

২৬. প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে নিচের কোন বিষয়টি অধিক প্রযোজ্য?

ক. এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত

খ. এরূপ পরিবেশ সবার জন্য অনুকূল প্রভাবরাখে

গ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এর একক-তার প্রভাব লক্ষণীয়

ঘ. শিক্ষা ও সচেতনতার মাধ্যমে এর ওপর প্রভাব বিস্তার সম্ভব

উত্তর: ক. এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত

২৭. ব্যবসায়-বান্ধব নীতিমালা নিচের কোন পরিবেশ সম্পর্কিত ?

ক. সামাজিক ও রাজনৈতিক

খ. রাজনৈতিক ও আইনগত

গ. রাজনৈতিক ও অর্থনৈতিক

 ঘ. সামাজিক ও আইনগত

উত্তর: খ. রাজনৈতিক ও আইনগত

২৮. বাংলাদেশে নৌ-পথকে ঘিরে একসময় ব্যবসায় কেন্দ্রগুলো গড়ে উঠার পিছনে মুখ্য কারণ কী ছিল?

ক. নৌ পথে চোর-ডাকাতের ভয় কম ছিল।

খ. নৌ-পথে পণ্য পরিবহণ ছিল স্বল্প ব্যয়সাপেক্ষ

গ. নৌকায় মাল পরিবহণে ক্ষতির ভয় ছিল না

ঘ. পাল তোলা নৌকায় ভ্রমণ আরামপ্রদ ছিল

উত্তর: খ. নৌ-পথে পণ্য পরিবহণ ছিল স্বল্প ব্যয়সাপেক্ষ

২৯. নিচের কোনটির সবগুলোই সামাজিক পরিবেশের আওতাভুক্ত?

ক. জনসংখ্যা, দক্ষ জনশক্তি, বিশ্বাস ও চিন্তাধারা

খ. বিশ্বাস ও চিন্তাধারা, আইন ব্যবস্থা, শিক্ষা 

গ. দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস

ঘ. মূল্যবোধ, দক্ষ জনশক্তি, আচার-আচরণ

উত্তর: গ. দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস

৩০. নিচের কোনটির সবগুলোই অর্থনৈতিকনপরিবেশের অন্তর্ভুক্ত?

ক. উদ্যোক্তা, জনসংখ্যা, সঞ্চয়ের হার

খ. সঞ্চয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, মানব সম্পদ

গ. অর্থ ব্যবস্থা, বাণিজ্য নীতি, দক্ষ উদ্যোক্তা 

ঘ. আয় ও সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, জনসংখ্যা

উত্তর: খ. সঞ্চয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, মানব সম্পদ

৩১. বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার পিছনে পরিবেশের কোন ধরনের উপাদানের প্রভাব সবচেয়ে বেশি?

ক. রাজনৈতিক গ. সামাজিক

খ. অর্থনৈতিক ঘ. প্রাকৃতিক

উত্তর: ঘ. প্রাকৃতিক

৩২. ঢাকার যানজট সমস্যার পিছনে নিচের কোন পরিবেশের উপাদান মূলত দায়ী? 

ক. প্রাকৃতিক খ. প্রযুক্তিগত

গ. রাজনৈতিক ঘ. সামাজিক

উত্তর: গ. রাজনৈতিক

৩৩. বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তাহীনতা দূরীকরণে নিচের কোন পরিবেশের উন্নয়ন ঘটানো আশু প্রয়োজন?

ক. সামাজিক

খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক

ঘ. প্রযুক্তিগত

উত্তর: গ. রাজনৈতিক

৩৪. বাংলাদেশে নাতিশিতোষ্ণ আবহাওয়ার জন্য পরিবেশের কোন উপাদানের প্রভাব অত্যধিক ?

ক. প্রাকৃতিক 

খ. সামাজিক

গ. প্রযুক্তিগত

ঘ. অর্থনৈতিক

উত্তর: ক. প্রাকৃতিক 

৩৫. বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশুশ্রম বন্ধের পিছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি ?

ক.সামাজিক 

খ. রাজনৈতিক

গ. আইনগত 

ঘ. সাংস্কৃতিক

উত্তর: গ. আইনগত 

৩৬. চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলার

পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব আছে?

ক. প্রাকৃতিক গ. সামাজিক

খ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক

উত্তর: ক. প্রাকৃতিক

৩৭. বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে গড়ে উঠার পিছনে পরিবেশের কোন ধরনের উপাদানের প্রভাব সবচেয়ে বেশি ?

ক. প্রাকৃতিক

খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক

ঘ. সামাজিক

উত্তর: ক. প্রাকৃতিক

৩৮. বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পরিবেশের কোন উপাদান বর্তমানে বড় বাধা?

ক. প্রাকৃতিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. প্রযুক্তিগত

উত্তর: খ. সামাজিক

৩৯. বাংলাদেশের পলিটেকনিক কলেজগুলো

ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

ক. অর্থনৈতিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. প্রযুক্তিগত

উত্তর: ঘ. প্রযুক্তিগত

৪০. বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠতে নিচের কোন উপাদান অধিক ভূমিকা রেখেছে?

ক. প্রাকৃতিক ও রাজনৈতিক

খ. অর্থনৈতিক ও আইনগত

গ. আইনগত ও সামাজিক

ঘ. সামাজিক ও অর্থনৈতিক

উত্তর: ঘ. সামাজিক ও অর্থনৈতিক

৪১. ফারাক্কার বিরূপ প্রভাব কাটাতে গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন দরকার। বাংলাদেশে এক্ষেত্রে পরিবেশের কোন উপাদানে সমস্যা রয়েছে?

ক. প্রাকৃতিক খ. সামাজিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

উত্তর: গ. অর্থনৈতিক

৪২. জাপানের অর্থনৈতিক অগ্রগতির পিছনে নীচের কোন পরিবেশের প্রভাব অধিকতর?

ক. প্রাকৃতিক গ. সামাজিক

খ. অর্থনেতিক ঘ. রাজনৈতিক

উত্তর: খ. অর্থনেতিক

৪৩. তুরস্কে প্রচুর ফল জন্মালেও মদ শিল্প গড়ে ওঠার পিছনে কোন পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষণীয়?

ক. রাজনৈতিক গ. অর্থনৈতিক

খ. সামাজিক ঘ. প্রযুক্তিগত

উত্তর: খ. সামাজিক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ২য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৩য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৪য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৫য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৬য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৭য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৮য় অধ্যায় (PDF)

ভিডিও দেখতে আম নিউজ আমাদের ইউটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Categories Uncategorized

Leave a Comment

x