ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৩য় অধ্যায় “একমালিকানা ব্যবসায়” থেকে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন শেয়ার করব। যে MCQ প্রশ্ন গুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই বছরের এইচএসসি পরীক্ষায় এখান থেকে অনেকগুলো কেমন থাকবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই নৈবিত্তিক প্রশ্ন গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ৩য় অধ্যায় “একমালিকানা ব্যবসায়” থেকে পরীক্ষায় আসার মত প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
৩য় অধ্যায় (একমালিকানা ব্যবসায়)১. মালিকানার ভিত্তিতে ব্যবসায় পরিবারের সবচেয়ে প্রাচীন ধরনের ব্যবসায় সংগঠন কোনটি?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. বিনিময়
ঘ. সমবায়
উত্তর: ক. একমালিকানা
২. সবচেয়ে জনপ্রিয় এবং সহজ ও সরল প্রকৃতির
ব্যবসায় সংগঠন কোনটি ?
ক. সমবায়
খ. একমালিকানা
গ. যৌথ মূলধনী
ঘ. অংশীদারি
উত্তর: ক. একমালিকানা
৩. কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা
যায়?
ক. সমবায়
খ. যৌথ উদ্যোগে
ঘ. একমালিকানা
গ. অংশীদারি
উত্তর: ক. একমালিকানা
৪. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?
ক. কোম্পানি
খ. একমালিকানা
গ. অংশীদারি
ঘ. যৌথ উদ্যোগে
উত্তর: ক. একমালিকানা
৫. কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ
নেই ?
ক. একমালিকানা
খ, অংশীদারি
গ. যৌথমূলধনী
ঘ. সমবায়
উত্তর: ক. একমালিকানা
৬. একমালিকানা ব্যবসায়ের পুঁজি সরবরাহকারী কে ?
ক. ব্যাংক
খ. অংশীদার
গ. মালিক
ঘ. মহাজন
উত্তর: গ. মালিক
৭. একমালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত উদ্যোগ নেয় কে?
ক. সরকার
খ. উদ্যোক্তা
গ. ব্যবস্থাপক
ঘ. অবলেখক
উত্তর: খ. উদ্যোক্তা
৮. একমালিকানা ব্যবসায় গঠনে কোত্থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়?
ক. মন্ত্রী পরিষদ
খ. পৌরসভা
গ. জেলা পরিষদ
ঘ. উপজেলা পরিষদ
উত্তর: খ. পৌরসভা
৯. নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে একমালিক ব্যবসায় উত্তম?
ক. হাউজিং
খ. নির্মাণ
গ. হাসপাতাল
ঘ. রেস্টুরেন্ট
উত্তর: ঘ. রেস্টুরেন্ট
১০. নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যকীয় নয়?
ক. কোম্পানি
খ. সমবায়
গ. একমালিকানা
ঘ. যৌথ উদ্যোগ
উত্তর: গ. একমালিকানা
১১. একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় নিচের
কোনটি?
ক. সসীম
গ. নির্দিষ্ট
খ. অসীম
ঘ. মাঝামাঝি
উত্তর: খ. অসীম
১২. একমালিকানা ব্যবসায়ের দায় কিরূপ?
ক. সীমাবদ্ধ
খ. নির্দিষ্ট
গ. কোনো দায় নেই
ঘ. সীমাহীন
উত্তর: ঘ. সীমাহীন
১৩. দায়ের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
ক. পাবলিক লিঃ
খ. একমালিকানা
গ. কোম্পানি
গ. সমবায়
উত্তর: খ. একমালিকানা
১৪. কোন ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ কোনো আইন
প্রযোজ্য হয় না?
ক. একমালিকানা
খ. অংশীদারী
গ. কোম্পানি
ঘ. সমাবয় সমিতি
উত্তর: খ. একমালিকানা
১৫. ফটোগ্রাফীর জন্য উপযোগী?
ক. কোম্পানি
খ. অংশীদারি
গ. একমালিকানা
ঘ. ব্যবসায় জোট
উত্তর: খ. একমালিকানা
১৬. নিচের কোন ব্যবসায়ের পৃথক আইনগত নেই?
ক. প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি. কোম্পানি
গ. সমবায় সমিতি
ঘ. অংশীদারি ব্যবসায়
উত্তর: ঘ. অংশীদারি ব্যবসায়
১৭. কোন ব্যবসায়ে মালিকানা অবিচ্ছেদ্য?
ক. প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি. কোম্পানি
গ. একমালিকানা
ঘ. সমবায় সমিতি
উত্তর: গ. একমালিকানা
১৮. একজন স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ধরনের
ব্যবসায় সর্বোত্তম?
ক. একমালিকানা ব্যবসায়
খ. সমবায় সমিতি-
গ. প্রাইভেট লিঃ কোম্পানি
ঘ. খুচরা ব্যবসায়
উত্তর: ক. একমালিকানা ব্যবসায়
১৯. ব্যবসায়ের শুরুতে শহর বা পৌরসভার অধীন
একমালিকানা ব্যবসায়কে কী সংগ্রহ করতে হয়?
ক. নিবন্ধনপত্র
খ. কার্যারম্ভের অনুমতিপত্র
গ. ট্রেড লাইসেন্স
ঘ. প্রত্যয়ন পত্ৰ
উত্তর: গ. ট্রেড লাইসেন্স
২০. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য?
ক. আইনসৃষ্ট প্রতিষ্ঠান
খ. ঝুঁকি বন্টন
গ. মালিকের স্বাধীনতা
ঘ. সসীম দায়
উত্তর: গ. মালিকের স্বাধীনতা
২১. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?
ক. সহজ সংগঠন
খ. একক মালিকানা
ঘ. পৃথক স্বাধীন সত্তা
গ. সীমিত আয়তন
উত্তর: ঘ. পৃথক স্বাধীন সত্তা
২২. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের সুবিধা?
ক. সম্মিলিত সিদ্ধান্ত
খ. চিরন্তন অস্তিত্ব
গ. সীমিত দায়
ঘ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
উত্তর: ঘ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
২৩. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহির্ভূত?
ক. স্বল্প পুঁজির ব্যবসায়
খ. হিসাব-নিকাশের সুবিধা
গ. গোপনীয়তা রক্ষা
ঘ. জনসংযোগ সুবিধা
উত্তর: ঘ. জনসংযোগ সুবিধা
২৪. একমালিকানা ব্যবসায়ে সুবিধা কোনটি?
ক. স্বাধীনতা
খ. সহজ গঠন
গ. স্বল্প মূলধন
ঘ. গোপনীয়তা
উত্তর: ক. স্বাধীনতা
২৫. এক মালিকানা সংগঠনের উন্নতির অন্যতম শর্ত কী ?
ক. স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা
খ. একক মুনাফা ভোগ
গ. সহজ গঠন প্রণালী
ঘ. অবস্থানগত সুবিধা
উত্তর: ঘ. অবস্থানগত সুবিধা
২৬. দর্জির ব্যবসায় একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে অধিক হারে গড়ে উঠার কারণ কী?
ক. সীমিত দায়
খ. নিশ্চিত সাফল্য
গ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
ঘ. প্রত্যক্ষ সম্পর্ক
উত্তর: ঘ. প্রত্যক্ষ সম্পর্ক
২৭. মৌসুমী ফলের ব্যবসায় অধিক হারে একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠার কারণ কী?
ক. প্রত্যক্ষ সম্পর্ক
খ. মালিকের স্বাধীনতা
গ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
ঘ. ঝুঁকির স্বল্পতা
উত্তর: গ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
২৮. ইটভাটা একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে উঠার কারণ কী?
ক. বাজার কেন্দ্রীভূত
খ. নিশ্চিত সাফল্যের সুযোগ
গ. প্রত্যক্ষ সম্পর্ক
ঘ. ব্যক্তিগত কৌশল প্রদর্শনের সুযোগ
২৯. একমালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয় হওয়ার
উত্তর: ক. বাজার কেন্দ্রীভূত
৩০. নিচের কোনটি সম্পর্ক বহির্ভূত?
ক. চিরন্তন অস্তিত্ব
খ. পরিচালনাগত সুবিধা
গ. অবস্থানগত সুবিধা
ঘ. ঝামেলামুক্ত ব্যবসায়
উত্তর: ক. চিরন্তন অস্তিত্ব
৩১. একমালিকানা ব্যবসায়ের আয়তন ছোট হওয়ার মুখ্য কারণ কোনটি?
ক. একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা
খ. মালিকের অসীম দায় বহনে অনীহা।
গ. একক মালিকের জনসংযোগের সীমাবদ্ধতা
ঘ. সীমিত ব্যবসায় ক্ষেত্র
উত্তর: ক. একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ১ম অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ২য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৪য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৫য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৬য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৭য় অধ্যায় (PDF)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৮য় অধ্যায় (PDF)
ভিডিও দেখতে আম নিউজ আমাদের ইউটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।