ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায়- MCQ (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায় “অংশীদারী ব্যবসায়” থেকে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন শেয়ার করব। যে MCQ প্রশ্ন গুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই বছরের এইচএসসি পরীক্ষায় এখান থেকে অনেকগুলো কেমন থাকবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই নৈবিত্তিক প্রশ্ন গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ৪র্থ অধ্যায় “অংশীদারী ব্যবসায়” থেকে পরীক্ষায় আসার মত প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

অংশীদারী ব্যবসায়

১.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি?

ক. কোম্পানি

খ. সমবায়

গ. অংশীদারি

ঘ. একমালিকানা

২.অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম কতজন হতে পারে ?

ক. দুইজন

খ. তিনজন

গ. চারজন

ঘ. পাঁচজন

৩. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সংখ্যা থাকে কতজন?

ক. ৭ জন

খ. ১০ জন

গ. ২০ জন

ঘ. ৫০ জন

৪. অংশীদারির ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায়ে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে?

ক. ৭ জন

খ. ১০ জন

গ. ২০ জন

ঘ. ৫০ জন

৫. বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের?

ক. ১৯১৩

খ. ১৯২০

গ. ১৯৩২

ঘ. ১৯৯৪

৬.বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায়

এ ব্যবসায়ের সংজ্ঞা প্রদত্ত হয়েছে?

ক. ২ ধারা

খ. ৩ ধারা

গ. ৪ ধারা

ঘ. ৫ ধারা

৭. ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের কথা বলা হয়েছে?

ক. ৬

খ. ৭

গ. ৮

ঘ. ৯

৮.১৯৩২ সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপসাধন সম্পর্কে বলা হয়েছে?

ক. ৩৯

খ.৪০

গ. ৪১

ঘ. ৪২

৯. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি নিচের কোনটি ?

ক. শরিকানা

খ. চুক্তি

গ. অর্থ

ঘ. সদ্বিশ্বাসের সম্পর্ক

১০. আইনানুযায়ী অংশীদারির কাজে অংশীদারগণ

একে অন্যের কোনটি ?

ক. প্রতিনিধি

খ. বন্ধু

গ. শরীক

ঘ. হিতাকাঙ্ক্ষী

১১. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় সাধারণভাবে কেমন?

ক. সসীম

খ. অসীম

গ. মূলধন পর্যন্ত সীমাবদ্ধ

ঘ. প্রতিশ্রুতিমূল্য পর্যন্ত সীমাবদ্ধ

১২. অংশীদারদের মধ্যকার সম্পর্ককে কী বলে? 

ক. অংশীদারি গ. শরীকানা

খ. অংশীদার ঘ. প্রতিনিধি

১৩. নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে ?

ক. নামমাত্র

খ. সীমাবদ্ধ

গ. ঘুমন্ত

ঘ. প্রতিবন্ধ

১৪. মূলধন দেয় না অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয় এমন অংশীদারকে কী বলে? 

ক. সক্রিয় অংশীদার 

খ. কর্মী অংশীদার

গ. আচরণে অনুমিত অংশীদার

ঘ. নামমাত্র অংশীদার

১৫. শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তির দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?

ক. সাধারণ

খ. ঐচ্ছিক

গ. সীমাবদ্ধ

ঘ. নির্দিষ্ট

১৬. কে অংশীদার হওয়ার যোগ্য?

ক. সরকারি কর্মকর্তা 

খ. রাষ্ট্রপতি 

গ. গৃহিণী

ঘ. বিদেশি নাগরিক

১৭. নিচের কোন ব্যবসায় দায়ের দিক থেকে সবচেয়ে কে বেশি ঝুঁকিপূর্ণ?

ক. পাবলিক লিঃ

খ. সমবায়

গ. প্রাইভেট লিঃ

ঘ. অংশীদারি

১৮.কোন ধরনের অংশীদার ব্যবসায় হতে মুনাফা

দাবি করতে পারে ?

ক. আচরণে অনুমতি 

খ. আপাত দৃষ্টিতে

গ. প্রতিবন্ধ

ঘ. সীমাবদ্ধ

১৯. সাধারণ অংশীদারি ব্যবসায়ে একজন অংশীদারের দায় কত?

ক. মূলধন পর্যন্ত সীমাবদ্ধ

খ. প্রতিশ্রুত মূল্য পর্যন্ত সীমাবদ্ধ

গ. ব্যবসায়ে তার পাওনা পর্যন্ত সীমাবদ্ধ

ঘ. ব্যক্তিগত সহায় সম্পদ পর্যন্ত সীমাবদ্ধ

২০. একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনার জন্য নিম্নের কোন ব্যবস্থাটি অধিকতর ভূমিকা রাখে?

ক. চুক্তিবদ্ধ সম্পর্ক

খ. অংশীদারদের আর্থিক স্বচ্ছলতা 

গ. সকলের সক্রিয় অংশগ্রহণ

ঘ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস

২১. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এমন একটি প্রতিষ্ঠান

যেখানে—

ক. কমপক্ষে একজন কর্মী অংশীদার থাকতে হয়

খ. কমপক্ষে একজনের দায় সসীম থাকে

গ. কমপক্ষে একজন নিষ্ক্রিয় অংশীদার থাকে 

ঘ. সকল অংশীদারের দায় অসীম

২২. অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?

ক. সদস্যদের যোগ্যতা 

খ. পারস্পরিক বিশ্বাস

গ. সুসম্পর্ক

ঘ. চুক্তিপত্র

২৩. অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন নিচের কোন কারণে ঘটে?

ক. কোনো অংশীদার পাগল হলে 

খ. কোনো অংশীদার মারা গেলে

গ. একজন ভিন্ন সকল অংশীদার দেউলিয়া হলে

ঘ. কোনো অংশীদার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে

২৪. অংশীদারগণ ব্যবসায়ের মুনাফা ও ক্ষতি মূলত নিজেদের মধ্যে কিভাবে বন্টন করে?

ক. মূলধন অনুপাতে

খ. সমান হারে

গ. চুক্তির শর্ত অনুপাতে 

ঘ. আলোচনার ভিত্তিতে 

২৫. কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে?

ক. সসীম দায়

খ. একক ঝুঁকি

গ. চিরন্তন অস্তিত্ব

ঘ. চুক্তিবদ্ধ সম্পর্ক

২৬. অংশীদারি ব্যবসায়ে একজন নাবালক অংশীদারের দায় কেমন?

ক. মূলধন পর্যন্ত সীমাবদ্ধ

খ. প্রতিশ্রুতি মূল্য পর্যন্ত সীমাবদ্ধ 

গ. ব্যবসায়ে তার পাওনা পর্যন্ত সীমাবদ্ধ

ঘ. ব্যক্তিগত সহায়-সম্পদ পর্যন্ত

২৭. কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়কে তার নাম অংশীদার হিসাবে ব্যবহারের অনুমতি দিলে তাকে কোন ধরনের অংশীদার বলে?

ক.নিষ্ক্রিয় অংশীদার

খ. নামমাত্র অংশীদার

গ. প্রতিবন্ধ অংশীদার

ঘ. আচরণে অনুমিত অংশীদার 

২৮. সীমাবদ্ধ অংশীদার নীচের কোনটি পারে না?

ক. মুনাফার অংশ নিতে

খ. ব্যবসায়ের হিসাব চাইতে

গ. ব্যবসায় পরিচালনায় অংশ নিতে

 ঘ. নিজস্ব মূলধন ফেরত নিতে

২৯. লাভ-লোকসান নিয়ে অংশীদারি চুক্তিপত্রে কিছু

বলা না থাকলে সেক্ষেত্রে তা কিভাবে বণ্টিত হয়?

ক.মূলধন অনুপাতে  গ. শ্রম বিবেচনায়

খ. সমান ভাগে   ঘ.পারস্পরিক সম্মতিতে

৩০. একমালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?

ক.ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা 

খ. পৃথক সত্তার অভাব

গ. অসীম দায়

ঘ. স্থায়িত্বের অনিশ্চয়তা 

৩১.অংশীদারিদের মধ্যে সম্প্রীতি স্থাপনে নিচের ৩৬ কোনটি অধিক ভূমিকা রাখে?

ক. চুক্তিবদ্ধ সম্পর্ক

খ. অংশীদারদের আর্থিক সচ্ছলতা 

গ. সকলের সক্রিয়ভাবে ব্যবসায়ে অংশ গ্রহণ

ঘ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস

৩২. একজন অংশীদারকে ঘুমন্ত অংশীদার বলার পিছনে কারণ কোনটি ?

ক. সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না

খ. সে অন্যদের মতো দায় নিতে চায় না

গ. সে অংশীদার হিসেবে পরিচয় দিতে

ঘ. . সে অধিক মূলধন দিতে আগ্রহী হয় না লজ্জাবোধ করে

৩৩. অংশীদারদের মধ্যকার ‘চুক্তিবদ্ধ সম্পর্ক’ বলতে কী বুঝায়?

ক. চুক্তিপত্র অনুযায়ী এরূপ ব্যবসায় পরিচালিত হবে 

খ. চুক্তিবদ্ধ সম্পর্ক ছাড়া অংশীদারদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না

গ. অংশীদারদের মধ্যে বিশদ বর্ণনা সম্বলিত চুক্তিপত্র থাকবে

ঘ. অংশীদারদের মধ্যকার সম্পর্ক চুক্তিই মুখ্য বিবেচিত হবে

নিরূপণে

৩৪. কোনো ব্যবসায় প্রকৃতপক্ষেই অংশীদারি ব্যবসায় কি না তা যাচাইয়ে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?

ক. চুক্তিবদ্ধ সম্পর্কের উপস্থিতি

খ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস 

গ. পারস্পরিক প্রতিনিধিত্ব

ঘ. আইনগত সত্তা

৩৫. সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে নিচের কোনটি বুঝায়?

ক. এর সবাই সক্রিয় অংশীদার

খ. এর সবাই মূলধন প্রদান করে 

গ. এর সবারই দায় অসীম

ঘ. এর কোনো মেয়াদ নির্দিষ্ট থাকে না

৩৬. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বলতে কী বুঝায়?

ক. ব্যবসায়ের নাম নিবন্ধন

খ. ব্যবসায়ের নাম ও উদ্দেশ্য নিবন্ধন

গ. অংশীদারদের নাম ও ঠিকানা নিবন্ধন

ঘ. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন

৩৭. বাবা মারা যাওয়ার পর তিনভাই একত্রে বাবার ব্যবসায় চালায় ও মুনাফা সমান ভাগ করে নেয় । একে অংশীদারি ব্যবসায় না বলার পিছনে মুখ্য কারণ কোনটি?

ক. মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই

খ. পারস্পরিক প্রতিনিধিত্ব করে না

গ. চুক্তিবদ্ধ সম্পর্ক নেই

ঘ. কেউই মূলধন সরবরাহ করেনি

৩৮.নিচের কোন কারণে বাংলাদেশে প্রায়শই অংশীদারি ব্যবসায় ভেঙ্গে যেতে দেখা যায়।

ক. পর্যাপ্ত মূলধনের অভাব

খ. স্বাধীন সত্তার অভাব

গ. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব

ঘ. পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস

৩৯. একটা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান মঞ্জুকে তাদের অংশীদার হিসেবে পরিচয় দেয় কিন্তু মঞ্জু এটা অস্বীকার করে না । তাকে কোন ধরনের অংশীদার বলা হবে?

ক. নামমাত্র

খ. আপাতদৃষ্টিতে

গ. প্রতিবন্ধ 

ঘ. আচরণে অনুমিত

৪০. ক একটা প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। সে নিজেকে ঐ প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দেয় । তাকে কোন ধরনের অংশীদার বলা যাবে?

ক. প্রতিবন্ধ

খ. নামমাত্র

গ. আপাত দৃষ্টিতে

ঘ. আচরণে অনুমিত

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ২য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৩য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৪য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৫য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৬য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৭য় অধ্যায় (PDF)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র- MCQ ৮য় অধ্যায় (PDF)

ভিডিও দেখতে আম নিউজ আমাদের ইউটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Categories Uncategorized

Leave a Comment

x