৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান শেয়ার করব আজকের আর্টিকেলে। বন্ধরা 2022 সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়ে গিয়েছে। প্রথম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট রয়েছে বাংলা এবং গণিত বিষয়। আজকের আর্টিকেলে আপনাদের সাথে ৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান শেয়ার করব এবং পরবর্তী আর্টিকেলে ৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর সমাধান শেয়ার করব।
৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান
এটি হলো ষষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন। আশাকরি প্রশ্নটিই তোমাদের সকলের কাছেই আছে। তারপরও প্রশ্নটিই দিয়ে দিলাম লাগলে এখান থেকে দেখে নিতে পারো।
৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট এর শিরোনাম: বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণী।
প্রতিবন্ধিতার ধারণাঃ
প্রতিবন্ধী অর্থ এমন ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনা কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে এবং উপরুপ বৈকল্য ভারসাম্যহীন ভাবে ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ন কর্মক্ষমতাহীন এবয় স্বাভাবিক জীবনযাপনে অক্ষম ।
প্রতিবন্ধিতার প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে করা হয়ে থাকে । যেমনঃ কখন শুরু হয়েছে তার ভিত্তিতে।
* প্রাথমিক প্রতিবন্ধিতা: বিভিন্ন ধরনের প্রতিবন্ধীত্ব নিয়ে জন্মগ্রহণ করলে তাকে প্রাথমিক প্রতিবন্ধীতা বলে ।
*পরবর্তী বা অর্জিত প্রতিবন্ধিতাঃ জন্মের পরে বিভিন্ন কারণে প্রতিবন্ধিত্ব বরণ করে থাকলে থাক পরবর্তী বা অর্জিত প্রতিবন্ধিতা বলে।
কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে:
* শারীরিক প্রতিবন্ধিঃ চলেন অক্ষম ব্যক্তিকে তার দৈহিক / শারীরিক প্রতিবন্ধি বলে।
- দৃষ্টি প্রতিবন্ধি
- শ্রবন প্রতিবন্ধি
- বাক প্রতিবন্ধি
- বুদ্ধি প্রতিবন্ধি
- বহুবিধ প্রতিবন্ধি
আমার পারা এবং না পারা কাজের তালিকা:
1.আমি হাঁটতে পারি ।
2.আমি গান গাইতে পারি।
3.আমি নাচতে পারি ।
4.আমি পড়তে পারি
5.আমি সাইকেল চালাতে পারি ।
6.আমি খেলাধুলা করতে পারি ।
7.আমি ছবি আঁকতে পারি ।
আমি যা যা পারি নাঃ
1. আমি মোটর সাইকেল চালাতে পারি না।
2. আমি গিটার বাজাতে পারি না।
3. আমি মাটির পুতুল বানাতে পারি না।
4. আমি ঘুড়ি বানাতে পারি না।
5. আমি রান্না করতে পারি না।
6. আমি ইংরেজিতে কথা বলতে পারি না।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা:
আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মত হয় না । তাদের আচার- আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ সমস্যাগ্রস্থ ।
এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না। কারো কারো হাঁটাচলঅ করতে অসুবিধা হয়। আবার অনেকেই আছে যারা অন্যের কথা শুনতে পারে না। আবার কেউ কেউ অছে বুদ্ধি প্রতিবন্ধি যারা অনেক বড় হয়ে ছোটদের আচরণ করে।
উপরে উল্লেখিত শিশুদেরকে আমরা প্রতিবন্ধি বা বিশেষ সুবিধা সম্পন্ন শিশু বলে থাকি। আমাদের আশপাশে থাকা এসকল বিশেষ সুবিধা বা প্রতিবন্ধি শিশুদের জন্য আমাদের অবশ্যই কোনা না।
৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
প্রতিবন্ধী জন্য আমরা যা যা করতে পারি:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারি।
বিভিন্ন চাহিদা বৃত্তিমূলক প্রশিক্ষন এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি ।
সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি ।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে সঙ্গ দিতে পারি ।
প্রতিবন্ধিকতার ধরন অনুযায়ী প্রতিবন্ধি শিশুদের বিভিন্ন খেলঅর অংশগ্রহন করতে পারি
যেমনঃ গান বলা , গল্প শোনানো সহ অন্যান্য খেলঅ যেগুলোতে তারা অংশগ্রহন করতে পারে ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি ।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে পরিবারের একটি সুন্দর – সুসম্পক গড়ে তোলার চেষ্টা করতে পারি ।
এভাবে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে এবং তাদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সমাজে জনসম্পদে পরিণত করতে পারি।
৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান দিলাম। কেমন হল তা অবশ্যই জানাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিও দেখতে পারেন।
Thank you very much!!!!!!!! This will make my assingment more easier.❤❤