এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

বরিশাল বোর্ড

বিষয় কোড: 102

সেট: খ

 

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১। অভিব্যাপক আধারাধিকরণের উদাহরণ কোনটি?
(ক) নদীতে মাছ আছে
(খ) বনে বাঘ আছে
(গ) তিলে তৈল আছে
(ঘ) ঘরে লোক আছে

উত্তর: (ঘ) ঘরে লোক আছে

২। ‘সীমার মাঝে অসীম তুমি’—এখানে মাঝে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কে) মধ্যে
(খ) ব্যাপ্তি
(গ) সহায়
(ঘ) সঙ্গে

উত্তর: কে) মধ্যে

৩। মৃতের মতো অবস্থা যার-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) মৃতপ্রায়
(খ) মুমূর্ষু
(গ) মুমূর্ষ
(ঘ) মরণাপন্ন

উত্তর: (খ) মুমূর্ষু

৪।‘চাদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) ভানু
(খ) ভূধর
(গ) সুধাংশু
(ঘ) সবিতা

উত্তর: (গ) সুধাংশু

৫। কোনটি কর্মকর্তৃবাচ্যের বাক্য?
(ক) বাঁশি বাজে এ মধুর লগনে
(খ) তার যেন আসা হয়
(গ) তুমিই ঢাকা যাবে
(ঘ) এবার একটি গান কর

উত্তর: বাঁশি বাজে এ মধুর লগনে

৬। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন করতে হয়?
(ক) ভাবের
(খ) পুরুষের
(গ)কালের
(ঘ) সর্বনামের

উত্তর: (ঘ) সর্বনামের

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

৭।’বড় শুকিয়ে গেছিস রে।’—এ বাগৃভঙ্গির সাহায্যে কী প্রকাশ পেয়েছে?
(ক) বিস্ময়
(খ) আদর
(গ) হতাশা
(ঘ) দুঃখ

উত্তর: (খ) আদর

৮। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) গুণ ও বৃদ্ধি
(খ) ক্রিয়া প্রকৃতি
(গ) প্রাতিপদিক
(ঘ) উপধা

উত্তর: (গ) প্রাতিপদিক

৯। অপত্য অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
(ক) দৈব
(খ) জৈন
(গ) যাদব
(ঘ) শাক্ত

উত্তর: (গ) যাদব

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১০। কোনটি যোগরূঢ় শব্দ?
(ক) প্রবীণ
(খ) পঙ্কজ
(গ) চিকামারা
(ঘ) সন্দেশ

উত্তর: (খ) পঙ্কজ

১১। কৃদন্ত বিশেষণের উদাহরণ কোনটি?
(ক) অতীত কাল
(খ) মেঠো পথ
(গ) স্বীয় সম্পত্তি
(ঘ) জাতীয় সম্পদ

উত্তর:

১২। ‘যত গর্জে তত বর্ষে না।’—বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
(ক) অনন্বয়ী অব্যয়
(খ) অনুসর্গ অব্যয়
(গ) অনুকার অব্যয়
(ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়

উত্তর: (ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১৩। ‘নিরন্তরতা’ অর্থে যেীগিক ক্রিয়রি ব্যবহার হয়েছে কোনটিতে?
(ক) সাইরেন বেজে উঠল
(খ) তিনি বলতে লাগলেন
(গ) ঘটনাটা শুনে রাখ
(ঘ) ছেলেমেয়েরা শুয়ে পড়ল

উত্তর: (খ) তিনি বলতে লাগলেন

১৪। কোন বাক্যে সকর্মক ক্রিয়া রয়েছে?
(ক) আমি রাতে ভাত খাব
(খ) শিশুটি রাতে কাঁদে
(গ) অমি চোখে দেখে না
(ঘ) চুপ করে থাক

উত্তর: (ক) আমি রাতে ভাত খাব

১৫।‘রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।’—বাক্যের কর্তাটি কোন ধরনের?
(ক) মুখ্য কর্তা
(খ) প্রযোজক কর্তা
(গ) প্রযোজ্য কর্তা
(ঘ) ব্যতিহার কর্তা

উত্তর: (ঘ) ব্যতিহার কর্তা

১৬। পূরণবাচক সংখ্যার উদাহরণ কোনটি?
(ক) তের
(খ) তেরই
(গ) ত্রয়োদশ
(ঘ) ১৩

উত্তর: (গ) ত্রয়োদশ

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১৭। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?

(ক) নিরর্থক
(খ) নির্দিষ্ট
(গ) অনির্দিষ্ট
(ঘ) সুনির্দিষ্ট

উত্তর: (ঘ) সুনির্দিষ্ট

১৮। ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কী?
(ক) মহৎ যে কীর্তি
(খ)মহতী যে কীর্তি
(গ) মহা যে কীর্তি
(ঘ) মহান যে কীর্তি

উত্তর: (গ) মহা যে কীর্তি

১৯। কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
(ক) অনুতাপ
(খ) গ্রামান্তর
(গ) নাহক
(ঘ) দ্বীপ

উত্তর: (ক) অনুতাপ

২০। ‘সদুশ’ অর্থে প্রতি’ উপসর্গটি যুক্ত হয়েছে কোন শব্দে?
(ক) প্রতিমূর্তি
(খ) প্রতিবাদ
(গ) প্রতিদিন
(ঘ) প্রতিদ্বন্দ্বী

উত্তর: (ক) প্রতিমূর্তি

২১। কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?
(ক) অন
(খ) অ
(গ) ই
(ঘ) উ

উত্তর: (খ) অ

২২। ‘শ্রবণ’-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(ক) শ্রী + অন্
(খ) শ্রে + অনট
(গ) vশ + অন

উত্তর: (ঘ) vশু + অনট

২৩। খয়ের খা’ বাগধারাটির অর্থ কী?
(ক) নির্বোধ
(খ) চাটুকার
(গ) পক্ষপাতদুষ্ট
(ঘ) কপট

উত্তর: (খ) চাটুকার

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

২৪। কোনো ভাষার বাম্প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কী পাই?
(ক) বর্ণ
(খ) ধ্বনি
(গ) মৌলিক ধ্বনি
(ঘ) মৌলিক বর্ণ

উত্তর: (গ) মৌলিক ধ্বনি

২৫। কোন্ বর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?
(ক) অ
(খ) ব
(গ) ঋ
(ঘ) ণ

উত্তর: (ক) অ

২৬। যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে তাকে কী বলে?
(ক) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
(খ) অঘোষ মহাপ্রাণ ধ্বনি
(গ) দন্ত্য ধ্বনি
(ঘ) উষ্মধ্বনি

উত্তর: (ক) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি

২৭। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
(ক) ধ্বনি বিপর্যয়
(খ) সমীভবন
(গ) ব্যঞ্জন বিকৃতি
(ঘ) ব্যঞ্জনচ্যুতি

উত্তর: (ক) ধ্বনি বিপর্যয়

২৮। গবেষণা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গৈ+এষণা
(খ) গো+এষণা
(গ) গব+এষণা
(ঘ) গবে+এষণা

উত্তর: (খ) গো+এষণা

২৯। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
(ক) নীরস
(খ) সংস্কার
(গ) উত্থাপন
(ঘ) তস্কর

উত্তর: (ঘ) তস্কর

৩০। বস্তুর ধ্বনির অনুকার বুঝাতে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত হয়েছে কোনটি?
(ক) ট্যা ট্যা
(খ) ঠা ঠা
(গ) হু হু
(ঘ) হিহি

উত্তর: (গ) হু হু

এসএসসি 2022 বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা পেতে এই লিংকে ক্লিক করুন।

এসএসসি 2022 রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

 

 

 

Categories Uncategorized

Leave a Comment

x