লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ ৭০ টি প্রশ্ন ও উওর (১০০% কমন থাকবে )
১. সৈয়দ ওয়ালীউল্লাহ ‘লালসালু’ উপন্যাসে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের কথা তুলে ধরেছেন?
উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ ‘লালসালু’ উপন্যাসে বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের মানুষের কথা তুলে ধরেছেন।
২. ‘লালসালু’ উপন্যাসের ঔপন্যাসিক কোন গ্রামের মানুষের কাহিনি তুলে ধরেছেন?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের ঔপন্যাসিক মহব্বতনগর গ্রামের মানুষের কাহিনি তুলে ধরেছেন।
৩. ‘লালসালু’ উপন্যাসে নিজের স্বার্থসিদ্ধির জন্য কে সময়ে-অসময়ে মিথ্যা কথা বলে?
উত্তর: লালসালু উপন্যাস নিজের স্বার্থসিদ্ধির জন্য ভণ্ড মজিদ সময়ে অসময়ে মিথ্যা কথা বলে ।
৪. গারো পাহাড় মধুপুরগড় থেকে কত দিনের পথ?
উত্তর: গারো পাহাড় মধুপুর গড় থেকে তিন দিনের পথ।
৫. মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?
উত্তর: মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা ।
৬. মজিদের বড় বউয়ের নাম কী?
উত্তর: মজিদের বড় বউয়ের নাম রহিমা ।
৭. তাহের-কাদেরের কনিষ্ঠ ভাইয়ের নাম কী?
উত্তর: রতন।
৮. ‘লালসালু‘ উপন্যাসে কাদেরের ছোট ভাইয়ের নাম কী?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসে কাদেরের ছোট ভাইয়ের নাম রতন ।
৯. ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাপ কে?
উত্তর: লালসালু উপন্যাস সাত ছেলের বাপ দুদু মিঞা।
১০. আক্কাসের বাবার নাম কী?
উত্তর: আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।
১১. মজিদের প্রথম স্ত্রীর নাম কী?
উত্তর: মজিদের প্রথম স্ত্রীর নাম রহিমা।
১২. ‘তাই তারা ছোটে, ছোটে’- ‘লালসালু’ উপন্যাসে কারা ছোটে?
উত্তর: লালসালু উপন্যাস লেখক-বর্ণিত শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে।
১৩. ট্রেনের ইঞ্জিনটা কীসের মতোই পানি খায়?
উত্তর: ট্রেনের ইঞ্জিনটা ঠিক মানুষের মতোই পানি খায়।
১৪. মহব্বতনগর গ্রামের লোকেরা ধানক্ষেতে কী নিয়ে বেড়ায়?
উত্তর: মহব্বতনগর গ্রামের লোকেরা ধানক্ষেতে নৌকা নিয়ে বেড়ায়।
১৫. মহব্বতনগরের লোকজন কখন মাছ ধরতে বের হয়?
উত্তর: মহব্বতনগরের লোকজন নিরাকপড়া দুপুরে মাছ ধরতে বের হয়।
১৬. মহব্বতনগরের বৃদ্ধ সোলেমানের বাপ কীসের রোগী?
উত্তর: মহব্বতনগরের বৃদ্ধ সোলেমানের বাপ হাঁপানির রোগী।
১৭. ‘লালসালু” উপন্যাসে ঝড়ের সময় বন্দি পাখির মতো আছড়াতে থাকে কী?
উত্তর: লালসালু উপন্যাস ঝড়ের সময় মহব্বতনগরের সর্বোচ্চ তালগাছটি বন্দি পাখির মতো আছড়াতে থাকে ।
১৮. লালসালু উপন্যাস কার মনে সন্দেহ ছিল, আবার ভয়ও ছিল
উত্তর: লালসালু উপন্যাস মজিদের মনে সন্দেহ ছিল, আবার ভয়ও ছিল।
১৯. মেঘশূন্য আকাশের জমাটবাধা নীলিমার মধ্যে কী শুকিয়ে ওঠে?
উত্তর: মেঘশূন্য আকাশের জমাটবাধা নীলিমার মধ্যে দিগন্তবিস্তৃত মাঠ শুকিয়ে ওঠে।
২০. জমিতে বর্ষণহীন খরায় মহব্বতনগর গ্রামবাসীর কার কথা মনে পড়ে?
উত্তর: জমিতে বর্ষণহীন খরায় মহব্বতনগর গ্রামবাসীর খোদার কথা মনে পড়ে।
২১. মহব্বতনগরের কৃষকরা জমিকে কীসের মতো ভাগ করে?
উত্তর: মহব্বতনগরের কৃষকরা জমিকে দাবার ছকের মতো ভাগ করে।
২২. শিলাবৃষ্টির পর সকালে কৃষকরা জমিতে কী দেখে শঙ্কিত হয়ে ওঠে?
উত্তর: শিলাবৃষ্টির পর সকালে কৃষকরা জমিতে কচি-নধর ধান গাছ দেখে শঙ্কিত হয়ে ওঠে।
২৩. মহব্বতনগরের কৃষকরা ধান কাটার সময় বুক ফাটিয়ে কী গায়?
উত্তর: মহব্বতনগরের কৃষকরা ধান কাটার সময় বুক ফাটিয়ে গান গায়।
২৪. মাটির প্রতি যাদের পূজার ভাব জেগেছে মজিদ তাদের কী বলেছে?
উত্তর: মাটির প্রতি যাদের পূজার ভাব জেগেছে মজিদ তাদেরকে ভূত পূজারি বলেছে ।
২৫. কোন দৃশ্য মজিদের কাছে ভালো লাগে না?
উত্তর: গ্রামবাসীর হাসি-গান মজিদের কাছে ভালো লাগে না।
২৬. মাঠে গিয়ে মানুষ কী হয়ে ওঠে?
উত্তর: মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে।
২৭. লালসালু উপন্যাস বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা কী পড়ে?
উত্তর: লালসালু উপন্যাস বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা আমসিপারা পড়ে।
২৮. কোথায় একজন নতুন পিরের আগমন ঘটেছে?
উত্তর: আওয়ালপুরে একজন নতুন পিরের আগমন ঘটেছে।
২৯. আওয়ালপুরে আগত পিরের পূর্বপুরুষ কোথায় বাস করত?
উত্তর: আওয়ালপুরে আগত পিরের পূর্বপুরুষ ময়মনসিংহে বাস করত।
৩০. মতলুব খাঁর মতে, আওয়ালপুরের পিরের কোন জিনিসটিকে ধরে রাখার ক্ষমতা আছে?
উত্তর: মতলুব খাঁর মতে, আওয়ালপুরের পিরের সূর্যকে ধরে রাখার ক্ষমতা আছে।
৩১. মহব্বতনগরের কোন নারী বছর বছর সন্তানের জন্ম দেয়?
উত্তর: মহব্বতনগরের তানু বিবি বছর বছর সন্তানের জন্ম দেয়।
৩২. মজিদের ধমকে কার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে ওঠে?
উত্তর: মজিদের ধমকে ধলা মিয়ার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে ওঠে।
৩৩. আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝপথে একটা মস্ত কী গাছ আছে?
উত্তর: আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝপথে একটা মস্ত তেঁতুলগাছ আছে।
৩৪. মজিদ কৌশলে সভায় আক্কাসের স্কুলের পরিবর্তে কী প্রতিষ্ঠার কথা বলে?
উত্তর: মজিদ কৌশলে সভায় আক্কাসের স্কুলের পরিবর্তে নতুন মসজিদ প্রতিষ্ঠার কথা বলে ।
৩৪. অবিশ্রান্ত ঢালেক বেজে চলেছে কোথায়?
উত্তর: অবিশ্রান্ত ঢালেক বেজে চলেছে ডোমপাড়ায় ।
৩৫. মহব্বতনগরে এক রাতে ঝড়ের পর কী শুরু হয়?
উত্তর: মহব্বতনগরে এক রাতে ঝড়ের পর শিলাবৃষ্টি শুরু হয়।
৩৬. মজিদের মতে, কাকে তাড়াবার জন্য খোদা শিলাবৃষ্টি ছোড়েন?
উত্তর: মজিদের মতে, শয়তানকে তাড়াবার জন্যে খোদা শিলাবৃষ্টি ছোড়েন
৩৮. কে পক্ষাঘাতে আক্রান্ত?
উত্তর: খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত ।
৩৮. কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল?
উত্তর: তেরো বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল।
৩৯. ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল?
উত্তর: ধলা মিয়া বোকা ধরনের মানুষ ছিল ।
৪০. লালসালু উপন্যাস ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী
উত্তর: লালসালু উপন্যাস ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ।
৪১. কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়?
উত্তর: খোদেজা জমিলাকে প্রথম মজিদকে দেখায়। চেয়েছিল?
৪২. আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে
উত্তর: আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
৪২. মজিদকে দেখে প্রথমে জমিলার কী মনে হয়েছিল?
উত্তর: মজিদকে দেখে প্রথমে জমিলার মনে হয়েছিল দুলার (বরের) বাপ।
৪৩. তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল?
উত্তর: তাহের আর কাদের মজিদকে প্রথম মতিগঞ্জের সড়কের উপর দেখেছিল ।
৪৪. মজিদ সবাইকে কী বলে সম্বাধেন করে থাকেন?
উত্তর: মজিদ সবাইকে মিয়া বলে সম্বাধেন করে থাকেন ।
৪৫. মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে-দলে লোক কোন দিকে চলছে?
উত্তর: মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক উত্তর দিকে চলছে
৪৫. রহিমার পেটে কয়টি প্যাচ?
উত্তর: মজিদের মতে রহিমার পেটে চৌদ্দটি প্যাচ আছে।
৪৬. ডোমপাড়া থেকে কিসের শব্দ ভেসে আসে?
উত্তর: ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।
৪৭. আমেনা বিবি কোন দিন রোজা রাখে?
উত্তর: আমেনা বিবি শুক্রবারে রোজা রাখে।
৪৮. কার উক্তিটি দুই দিকে কাটে?
উত্তর: মজিদের উক্তিটি দুই দিকে কাটে।
৪৯. তাহের-কাদেরের ছোট ভাই কী হতে চায়?
উত্তর: তাহের-কাদেরের ছোট ভাই কেরায়া নায়ের মাঝি হতে চায়।
৫০. মজিদের সহযোগী ব্যক্তিটির নাম কী?
উত্তর: মজিদের সহযোগী ব্যক্তিটির নাম খালেক ব্যাপারী।
৫১. মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে কোথায় বেঁধে রাখে?
উত্তর: মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে মাজারের পাশে একটি খুঁটিতে বেঁধে রাখে।
৫২. মজিদকে প্রথম কারা দেখেছিল?
উত্তর: মজিদকে প্রথম দেখেছিল তাহের ও কাদের।
৫৩. তাহের কাদেরের মায়ের জানাজা কে পড়াবে?
উত্তর: তাহের কাদেরের মায়ের জানাজা পড়াবে মোল্লা শেখ ।
৫৪. কার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়?
উত্তর: রহিমার আনুগত্য ধ্রুবতারার মতো অনড় ।
৫৫. কোন সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল?
উত্তর: মতিগঞ্জের সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল ।
৫৬. মহব্বতনগরে মজিদ প্রথমে কার বাড়িতে আশ্রয় নেয়?
উত্তর: মহব্বতনগরে মজিদ প্রথমে খালেক ব্যাপারীর বাড়িতে আশ্রয়
৫৭. ‘ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের নেয় কোনটা?
উত্তর: ‘ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের’ – এখানে ওটা হলো থোতামুখো তালগাছটা।
৫৮. আওয়ালপুরের পীর সাহেবের পূর্বপুরুষগণ এ দেশের কোন জেলায় স্থায়িভাবে বসবাস শুরু করে?
উত্তর: ময়মনসিংহ জেলায়।
৫৮. আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে?
উত্তর: মতলুব খাঁ ।
৫৯. তোমার দাড়ি কই মিঞা?” উক্তিটি কে করেছিল?
লালসালু উপন্যাস গুরুত্বপূর্ন উক্তি
উত্তর: “তোমার দাড়ি কই মিঞা?” উক্তিটি মজিদ করেছিল আক্কাসকে উদ্দেশ্য করে।
৬০. ‘কলমা জানো মিঞা?’ -মজিদ প্রশ্নটি কাকে করেছে?
উত্তর: ‘কলমা জানো মিঞা’ – মজিদ প্রশ্নটি দুদু মিয়াকে করেছে।
৬১. “ধান দিয়া কী হইবো মানুষের জান যদি না থাকে?”-উক্তিটি কার
উত্তর: “ধান দিয়া কী হইবো মানুষের জান যদি না থাকে?” উক্তিটি
৬২. “মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?”-উক্তিটি কার? উত্তর: “মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?” – এ উক্তিটি মজিদের।
লালসালু উপন্যাস শব্দার্থ ও টীকা প্রশ্ন
৬৩. – “নিরাক পড়া’ কী?
উত্তর: ‘নিরাক পড়া’ অর্থ হলো বাতাসহীন নিস্তব্দ গুমোট আবহাওয়া।
৬৪. ‘হুড়কা’ শব্দের অর্থ কী? উত্তর: ‘হুড়কা’ শব্দের অর্থ দরজার খিল
৬৫. ‘বাহে মুলুক’ কোথায়?
উত্তর: ‘বাহে মুলুক’ উত্তরবঙ্গে।
৬৬.- দস্তুরমতো দেবংশি কী?
উত্তর: দস্তুরমতো দেবংশি হচ্ছে তেঁতুলগাছটি।
৬৭. ‘আনপাড়হ্’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আনপাড়হ্’ শব্দের অর্থ যাদের কোনো পড়াশোনা নেই।
৬৮.’সালু’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সালু’ শব্দের অর্থ এক রকম লাল সুতি কাপড় ৷
৬৯.‘চিকনাই’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘চিকনাই” শব্দের অর্থ লাবণ্যময় চেহারা ।
৭০. ‘বেচাইন’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘বেচাইন’ শব্দের অর্থ অস্থির।
এইচএসসি পরীক্ষা ২০২২ সংশোধিত রুটিন ডাউনলোড
লালসালু সম্পর্কিত একটি ভিডিও যেটা দেখলে লালসালুর সম্পর্কে আর কিছু জানার বাকি থাকবেনা