এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ শেয়ার করব আজকের পোস্টে
১. সাধারণত নিচের কোন হিসাব সেট এর ডেবিট উদ্বৃত্ত থাকে?
A. আয়, মূলধন, সম্পদ
B. দায়, মূলধন, বায়
C. আয়, দায়, মূলধন
D. সম্পদ, মালিকের উত্তোলন, খরচ
E. বিক্রয়, মালিকের উত্তোলন, বাটা
উওর: D
এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
ব্যাখ্যাঃ একমালিকানা ব্যবসায়ের হিসাবের বইতে ডেবিট উদ্বৃত্ত থাকে সম্পদ, মালিকের উত্তোলন ও খরচ হিসাবে, আর, ক্রেডিট উদ্বৃত্ত থাকে দায়, মালিকের মূলধন ও আয় হিসাবে। অন্যদিকে, কোম্পানির হিসাবের বইতে ডেবিট উদ্বৃত্ত থাকে সম্পদ, লভ্যাংশ ও খরচ হিসাবে। আর, ক্রেডিট উদ্বৃত্ত থাকে দায়, শেয়ার মূলধন, সংরক্ষিত আয় বা জমাকৃত মুনাফা (Retained Earnings) ও আয় হিসাবে। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
২. রাজস্ব বলতে বুঝায়:
A. নগদের অন্তপ্রবাহ
B. সম্পদের অন্তঃপ্রবাহ
C. সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদে নয়
D. সম্পদের অন্তপ্রবাহ, কিন্তু অপরিহার্যভাবে নগদে
E. ক্রেতাগণকে পণ্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের অন্তপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদে নয়
উওর : E
ব্যাখ্যা: রাজস্ব-এর প্রতিশব্দ হলো আয়। রাজস্ব বা আয়ের ইংরেজি অনুবাদ হলো Revenue । আয় দ্বারা ‘পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে’ অর্জন বা সম্পদের অন্তপ্রবাহ বুঝায়, যা নগদে হতে পারে, বাকিতে হতে পারে, কিংবা অন্যদেও হতে পারে। অতএব, আয় হওয়ার জন্য নগদ প্রাপ্তি অপরিহার্য নয়।
এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
৩. নিচের কোন হিসাব সেট এর সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত থাকে?
A. আয়, মূলধন, সম্পদ
C. আয়, দায়, মূলধন
B. দায়, মূলধন, বায়
E. বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা
D. সম্পদ, মালিকের উত্তোলন, খরচ
উওর: D
ব্যাখ্যাঃ একমালিকানা ব্যবসায়ের হিসাবের বইতে ডেবিট উদ্বৃত্ত থাকে সম্পদ, মালিকের উত্তোলন ও খরচ হিসাবে; আর, ক্রেডিট উদ্বৃত্ত থাকে দায়, মালিকের মূলধন ও আয় হিসাবে। অন্যদিকে, কোম্পানির হিসাবের বইতে ডেবিট উদ্বৃত্ত থাকে সুম্পদ, লভ্যাংশ ও খরচ হিসাবে: আর, ক্রেডিট উদ্বৃত্ত থাকে দায়, শেয়ার মূলধন, সংরক্ষিত আয় ও আয় হিসাবে।
এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
৪. অবচয় সঞ্চিতি হচ্ছে:
A. একটি কন্ট্রা সম্পদ হিসাব
B. একটি খরচ হিসাব
C. একটি মালিকানা স্বত্ব হিসাব
D. একটি সম্পদ হিসাব
E. একটি দায় হিসাব
উওর: A
ব্যাখ্যা: অবচয় সঞ্চিতি (পুঞ্জীভূত অবচয়) হিসাব সংশ্লিষ্ট সম্পদ হিসাবের হ্রাস প্রকাশ করে, তাই একে কন্ট্রা-সম্পাদ
(বিপরীত সম্পদ) হিসাব (contra asset account) বলা হয়।
৫. অনুপার্জিত আয় একটি
A. আয়
B. দায়
C. সম্পদ
D. ব্যয়
E. মালিকানা স্বত্ব
উওর: B
ব্যাখ্যা: অনুপার্জিত আয় বলতে ঐ আয়কে বোঝায়, যা উপার্জিত/অর্জিত হয়নি কিন্তু অগ্রিম গ্রহণ করা হয়েছে। অগ্রিম গৃহীত আয়ের ফলে বহিঃস্থ পক্ষের নিকট দায়বদ্ধতা সৃষ্টি হয় বলে এটি একটি দায়। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
৬. নিচের কোন লেনদেনটি মোট সম্পত্তি ও মোট দায় উভয়কেই ১০,০০০ টাকা হ্রাস করে?
A. নগদে ১০,০০০ টাকা মূল্যের একটি প্রিন্টার ক্রয়
B. ১০,০০০ টাকা মূল্যের সম্পত্তি আগুনে নষ্ট হয়েছে
C. ১০,০০০ টাকার ব্যাংক ঋণ পরিশোধ
D. বাকিতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা
উওর: C
ব্যাখ্যা: ব্যাংক ঋণ পরিশোধ করলে নগদ নামক সম্পদ হ্রাস পায় এবং ব্যাংক ঋণ নামক দায় হ্রাস পায়।
৭. ‘কমিশন অগ্রিম পাওয়া গেল’ লেনদেনটির জাবেদা হবে:
A. প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট
B. নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট C. নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট
D. নগদান হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন ক্রেডিট
উওর: C
ব্যাখ্যা: কমিশন অগ্রিম পাওয়া গেলে ‘নগদ’ নামক ‘সম্পদ’ বৃদ্ধি পাবে; তাই, নগদ হিসাব ডেবিট হবে। অন্যদিকে, ‘অনুপার্জিত কমিশন’ নামক ‘দায়’ বৃদ্ধি পাবে; তাই, অনুপার্জিত কমিশন হিসাব ক্রেডিট হবে। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
৮. ক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত করা হয়-
A. ক্রয় হিসাবের ক্রেডিট দিকে
B. দৈনিক ক্রয় বইয়ের ডেবিট দিকে
C. ক্রয় বইয়ের ক্রেডিট দিকে
D. ক্রয় হিসাবের ডেবিট দিকে
উওর: D
ব্যাখ্যা: যে-কোনো বিশেষ জাবেদার যোগফল স্থানান্তর করা হয় সাধারণ খতিয়ানে। ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় ধারে পণ্য ক্রয় । তাই, ক্রয় জাবেদার সাথে সম্পর্কিত সাধারণ খতিয়ানের দুটি হিসাব হলো ক্রয় এবং প্রদেয় হিসাব (পাওনাদার)। ক্রয় জাবেদার যোগফল ক্রয় হিসাবে ডেবিট করা হয় এবং পাওনাদার হিসাবে ক্রেডিট করা হয়।
এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
৯. ‘c/d’- এর পূর্ণরূপ কোনটি?
A. Credit discount
B. Credit down
C. Carried down
D. Carried discount
উওর: B
ব্যাখ্যা: হিসাবকাল শেষে খতিয়ানের যে হিসাবগুরোর জের পরবর্তী হিসাবকালে স্থানান্তর করার প্রয়োজন হয় তার জের স্থানান্তরের সময় সমাপনী জের পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয়েছে বোঝানোর জন্য c/d (Carried down) শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তী হিসাবকালের শুরুতে পূর্ববর্তী হিসাবকাল থেকে জের আনার সময় প্রারম্ভিক জের পূর্ববর্তী হিসাবকাল থেকে আনা হয়েছে বোঝানোর জন্য b/d (Brought down) শব্দটি ব্যবহার করা হয়।
এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
১০. পাওনাদারকে দেওয়া ৩,৫২০ টাকার চেক ভুলে নগদ বইতে ৩,২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কীভাবে দেখাতে হবে?
A. নগদ বইয়ের সাথে যোগ হবে ২৭০ টাকা
B. ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা
C. নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
D. ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
উত্তর: C
ব্যাখ্যা: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে কোনো ভুল ধরা পড়লে “সঠিক ব্যাংক জের নির্ণয়ের পদ্ধতি (দ্বৈত জের পদ্ধতি) ” অনুসারে, যে বইতে ভুল রয়েছে সেই বইয়ের জেরের সাথেই যোগ বা বিয়োগ করে সঠিক জের নির্ণয় করতে হয়। পাওনাদারকে ৩,৫২০ টাকার চেক প্রদান করায় ব্যাংক জমার পরিমাণ ৩,৫২০ টাকা হ্রাস পেয়েছে, কিন্তু নগদ বইতে এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
১২. যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না?
A. পরিবহণাধীন জমা ২০,০০০ টাকা
B. ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ১০,০০০ টাকা
C. ব্যাংক সার্ভিস চার্জ ৫০০ টাকা
D. আমানতকারীর ভুল ২,০০০ টাকা
উওর: B
ব্যাখ্যা: ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোর মধ্যে “যেসব বিষয় এক পক্ষের বইয়ে লিপিবদ্ধ হয়েছে কিন্তু অন্য পক্ষের বইয়ে লিপিবন্ধ হয়নি”
এবং “যেসব বিষয় যেকোনো এক পক্ষের বইয়ে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে” সেইসব বিষয় ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রদর্শন করা হয়।
Option A: পরিবহণাধীন জমা হলো: “আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, যা আদায়ের অপেক্ষায় আছে”। এ বিষয়টি আমানতকারীর বইয়ে লিপিবদ্ধ হয়েছে কিন্তু ব্যাংকের বইয়ে লিপিবদ্ধ হয়নি। তাই এটি ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে।
Option B: পাওনাদার বরাবর ইস্যুকৃত চেকটি যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়ে গেছে, সেহেতু উভয়পক্ষ লিপিবদ্ধ করে ফেলেছে । তাই এ বিষয়টি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না।
Option C: “ব্যাংক সার্ভিস চার্জ” বিষয়টি ব্যাংকের বইয়ে লিপিবদ্ধ হয়েছে কিন্তু আমানতকারীর বইয়ে লিপিবদ্ধ হয়নি। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
তাই এ বিষয়টি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে।
Option D: একপক্ষের বইয়ে ভুলভাবে লিপিবদ্ধ হওয়ায় এ বিষয়টি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে।
১৩. কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 20,000 টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০
টাকা । আজ এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
A. ক্ষতি ৩,০০,০০০ টাকা
B. ক্ষতি ২৫,০০০ টাকা
C. লাভ ২৫,০০০ টাকা
D. লাভ ২,৭৫,০০০ টাকা
উওর B
ব্যাখ্যা: স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে, ‘বইমূল্য’-এর চেয়ে ‘বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয় কিন্তু ‘বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয়। যেহেতু ‘বইমূল্য (২,৭৫,০০০ টাকা)’-এর তুলনায় ‘বিক্রয়মূল্য (২,৫০,০০০ টাকা)’ কম সেহেতু এই বিক্রয়ের ফলে ক্ষতি হয়েছে: (২,৭৫,০০০ – ২,৫০,০০০) = ২৫,০০০ টাকা। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
প্রশ্নানুসারে, বর্তমানে ‘বইমূল্য’ = ক্রয়মূল্য – পুঞ্জীভূত অবচয় = ৫,০০,০০০ – ২,২৫,০০০ = ২,৭৫,০০০
১৪. অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয় সবচেয়ে কম দেখাবে?
A. সরলরৈখিক পদ্ধতি
B. ক্রমহ্রাসমান পদ্ধতি
C. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
D. উৎপাদন একক
উওর: A
১৫. অবচয় এক প্রকার-
A. মূল্যায়ন
B. ব্যয় বণ্টন
C. নগদ সঞ্চয়ন
D. মূল্য নিরূপণ প্রক্রিয়া
উওর: B
ব্যাখ্যা: অবচয় এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে স্থায়ী সম্পত্তির ব্যয় বণ্টন করা হয়। নগদ সঞ্চয়, মূল্য নিরূপণ কিংবা সম্পত্তির প্রকৃত মূল্য মূল্যায়ন করা অবচয় প্রক্রিয়ার কাজ নয়। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
১৬. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
A. বিমা খরচ
B. ব্যবস্থাপকের বেতন
C. প্রত্যক্ষ কাঁচামাল
D. যন্ত্রপাতির অবচয়
উওর: C
ব্যাখ্যা: কোনো হিসাবকালে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে যে বায়ের মোট পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন: উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমের মোট ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ হ্রাস করলে প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমের মোট ব্যয় হ্রাস পায়। তাই প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্ৰম পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। অন্যদিকে, বিমা খরচ, ব্যবস্থাপকের বেতন, অবচয় ইত্যাদি বিষয়গুলো স্থির/অপরিবর্তনশীল বায়, কারণ, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে এ ব্যয়গুলোর মোট পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
১৭. যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল, তাদেরকে বলা হয়
A. পরিবর্তনশীল বায়
B. স্থির/ স্থায়ী ব্যয়
C. কাঁচামাল ব্যয়
D. উৎপাদন ব্যয়
E. একক ব্যয়
উওর: A
ব্যাখ্যাঃ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করা হলেও যেসব ব্যয় অপরিবর্তিত থাকে তাদেরকে স্থির ব্যয় বলে; যেমন: কারখানার ভাড়া। অন্যদিকে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করা হলে যেসব ব্যয় বৃদ্ধি বা হ্রাস পায় অর্থাৎ পরিবর্তিত হয়। তাদেরকে পরিবর্তনশীল ব্যয় বলে; যেমন: কাঁচামালের ব্যয়। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
১৮. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
A. বিমা খরচ
B. ব্যবস্থাপকের বেতন
C. প্রত্যক্ষ শ্ৰম
D. অবচয়
উওর: C
ব্যাখ্যাঃ কোনো হিসাবকালে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে যে ব্যয়ের মোট পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন: উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমের মোট ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ হ্রাস করলে প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমের মোট ব্যয় হ্রাস পায়। তাই প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রম পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। অন্যদিকে, বিমা খরচ, ব্যবস্থাপকের বেতন, অবচয় ইত্যাদি বিষয়গুলো স্থির/অপরিবর্তনশীল ব্যয়; কারণ, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে এ ব্যয়গুলোর মোট পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় না। এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর
১৯. নিমজ্জিত ব্যয় হলো-
A. মোট ব্যয়
B. চলতি ব্যয়
C. প্রাসঙ্গিক ব্যয়
D. অপ্রাসঙ্গিক ব্যয়
E. প্রান্তিক ব্যয়
উওর: D
২০. আধা পরিবর্তনশীল ব্যয়-
A. বেতন ও মজুরি
B. টেলিফোন বিল
C. অবচয়
D. মনিহারি
উওর: B
এইচএসসি হিসাববিজ্ঞান নৈবিত্তিক প্রশ্ন ও উত্তর ইউটিউবে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন