এইচএসসি পরীক্ষা ২০২২ বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে?

এইচএসসি পরীক্ষা ২০২২ বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে? সেটি জানাবো আজকের পোস্টে। বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার তারিখ: ০৯/০২/২০২৩খ্রি. থেকে ১৫/০২/২০২৩খ্রি.

এইচএসসি পরীক্ষা ২০২২- এর বোর্ড চ্যালেঞ্জ এর নিয়মাবলি:

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC < Space > বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে Message অপশনে RSC DHA 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা একটি PIN প্রদান করা হবে।

এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes < Space > PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে। উল্লেখ্য, পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে।

সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের ১ম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> DHA <Space> Roll Number <Space> 174,176 লিখতে হবে । প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০/- (তিনশত) টাকা। > দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে। এক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/- (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।

এইচএসসি পরীক্ষা ২০২২ বোর্ড চ্যালেঞ্জ আবেদনের শেষ সময়:

১৫/০২/২০২৩খ্রি পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

এইচএসসি পরীক্ষা ২০২২ বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে?

সাধারণত বোর্ড চ্যালেঞ্জ আবেদন শেষ হওয়ার ২০ দিন পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়। এবার বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ সময় ১৫/০২/২০২৩ তারিখ। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে ১৫/০২/২০২৩ তারিখ।

এইচএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কিভাবে দেখব?

এইচএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কিভাবে দেখব

নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট প্রকাশিত হয়। সেখানে গিয়ে পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবে। তাছাড়া নরমাল ভাবে রেজাল্ট চেক করলেও রেজাল্ট পরিবর্তন হয়ে থাকলে পরিবর্তিত রেজাল্ট আসবে।

Categories Uncategorized

Leave a Comment

x