এসএসসি 2022 রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

রাজশাহী বোর্ড

বিষয় কোড: 102

সেট: খ

১। ‘সোনার বাটি’ সম্বন্ধ পদে কী সম্বন্ধ বিদ্যমান?

(ক) উপাদান

(খ) হেতু

(গ) অংশ

(ঘ) ভগ্নাংশ

২। অপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে কোনটিতে?

(ক) তাকে আসতে বল

(খ) বাড়িতে কেউ নেই

(গ) পাপে বিরত হও

(ঘ) ট্রেন ঢাকা ছাড়ল

৩। আছ তুমি প্রভু, জগৎ মাঝারে। –এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক?

(ক) সক্ষমতা

(খ) একদেশিক

(গ) নিকটে

(ঘ) ব্যাপ্তি,

৪। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম কী?

(ক) আকাঙ্ক্ষা

(খ) আসত্তি

(গ) যোগ্যতা

(ঘ) অর্থবাচকতা

৫। শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে কোনটিতে?

(ক) শ্রীরামকৃষ্ণ পরমহংস

(খ) জ্যাঠামি করো না

(গ) ইনি আমার বৈবাহিক

(ঘ) ছাত্রটির মাথা ভালো

৬। কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়?

(ক) ভাববাচ্য

(খ) কর্তৃবাচ্য

(গ) কর্মকর্তৃবাচ্য

(ঘ) কর্তৃবাচ্য

৭। রহমান বলল, ‘আমি এখনই আসছি। এটি পরোক্ষ উক্তিতে কী হবে?

(ক) রহমান বলল যে, আমি তখনই যাচ্ছি

(খ) রহমান বলল যে, সে তখনই আসছে

(গ) রহমান বলল যে, সে তখনই যাচ্ছে

(ঘ) রহমান বলল যে, আমি এখনই যাচ্ছি

এসএসসি 2022 রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

৮। ‘কৃত্রিম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) অকৃত্রিম

(খ) ভেজাল

(গ) স্বাভাবিক

(ঘ) আসল

৯। কোনো কথকের বাক কর্মের নাম কী?

(ক) বাক্য

(খ) উক্তি •

(গ) বচন

(ঘ) বাচ্য

১০। যোগরূঢ় শব্দ কোনটি?

(ক) গবেষণা

(খ) মধুর

(গ) মহাযাত্রা

(ঘ) কর্তব্য

১১। ‘ক’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?

(ক) অগ্রতালু

(খ) জিহ্বামূল *

(গ) অগ্রদন্তমূল

(ঘ) পশ্চাৎ দন্তমূল

১২। ‘আমলে আনা’ বাগধারাটির অর্থ কী?

(ক) গুরুত্ব দেওয়া •

(খ) স্তম্ভিত হওয়া

(গ) মনোযোগী হওয়া

(ঘ) চৈতন্য হওয়া

১৩। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?

(ক) অন্তর্হতি

(খ) অভিশ্রুতি

(গ) অপিনিহিতি

(ঘ) অসমীকরণ

১৪। সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি?

(ক) নিরব

(খ) দূর্যোগ

(গ) মনকষ্ট

(ঘ) মনীষা •

এসএসসি 2022 রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১৫। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ভাষার কোন রীতিতে সীমাবদ্ধ থাকে?

(ক) চলিত রীতিতে

(খ) প্রমিত রীতিতে

(গ) কথ্য রীতিতে

(ঘ) সাধু রীতিতে

১৬। দ্বিরুক্ত শব্দ কীরূপ অর্থ প্রকাশ করে?

(ক) অভিন্ন

(খ) সংকুচিত

(গ) ভিন্নতর

(ঘ) সম্প্রসারিত

১৭। থেকে থেকে শিশুটি কাঁদছে।’ দ্বিরুক্ত পদ কোনটি বোঝায়?

(ক) ভাবের প্রগাঢ়তা

(খ) স্বল্পকাল স্থায়ী

(গ) কালের বিস্তার•

(ঘ) অনুরূপ কিছু

১৮। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

(ক) তস্কর

(খ) নিষ্কর

(গ) দুস্তর

(ঘ) দুষ্কর

১৯। তারিখবাচক শব্দ কোনটি?

(ক) নবম

(খ) ১১

(গ) একুশে •

(ঘ) উনিশ

২০। ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কোনটি বোঝায়?

(ক) নির্দিষ্টতা

(খ) অনির্দিষ্টতা •

(গ) ব্যাপকতা

(ঘ) সুনির্দিষ্টতা

২১। ‘পরীক্ষা’ শব্দের ‘পরি’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

(ক) বিশেষ রূপ

(খ) অতিক্রম

(গ) শেষ

(ঘ) সম্যকরূপে

২২। ‘সিংহাসন’ সমস্ত পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) রূপক

(খ) মধ্যপদলোপী

(গ) উপমিত

(ঘ) উপমান

এসএসসি 2022 রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

২৩। ‘ভাব’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?

(ক) জমিদারি

(খ) পাগলামি

(গ) ঘরামি

(ঘ) রেশমি

২৪। ‘দোলনা’ শব্দের প্রকৃতি + প্রত্যয় কী হবে?

(ক)√ দুল্ + অনা

(খ)√ দোল + না

(গ) √দুলি + না

(ঘ) √দোল + অনা

২৫। বৃদ্ধির নিয়মে গঠিত হয়েছে কোনটি?

(ক) চেনা

(খ) কর্তা

(গ) ধোয়া

(ঘ) কার্য

২৬। জাতিবাচক বিশেষ্য পদ কোনটি?

(ক) দল

(খ) সৌর

(গ) নদী

(ঘ) ‘বিশ্বনবি

২৭। কোন অব্যয় পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশের উপযোগী?

(ক) অনুসর্গ অব্যয়

(খ) অনন্বয়ী অব্যয়

(গ) সমুচ্চয়ী অব্যয়

(ঘ) অনুকার অব্যয়

২৮। কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে উহ্য বা অনুক্ত থাকতে পারে?

(ক) থাক্

(খ) রাখ

(গ) আছ

(ঘ) ধর্

২৯। নিচের কোনটি নিত্য সমাস?

(ক) ঊনপাঁজুরে

(খ) আরক্তিম

(গ) পরিপূর্ণ

(ঘ) গ্রামান্তর

৩০। কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

(ক) সাপুড়ে সাপ খেলায়

(খ) এখন যেতে পার

(গ) ছেলেটা কথা শোনে

(ঘ) বেশ এক ঘুম ঘুমিয়েছি

উত্তর গুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

Categories Uncategorized

Leave a Comment

x