এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

এসএসসি 2022 বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

ময়মনসিংহ বোর্ড

বিষয় কোড: 102

সেট: ক

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
১। ‘মেঘে বৃষ্টি হয়’ এখানে ‘মেঘ’ কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মী

(খ) অধিকরণে ৭মী

(গ) করণে ৭মী

(ঘ) অপাদানে ৭মী।

২। তোমার তরে এনেছি মালা গাঁথিয়া—এখানে ‘তরে’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

(ক) মত

(খ) নিকট

(গ) মধ্যে

(ঘ) নিমিত্ত

৩।”ভিতাস একটি নদীর নাম।’ ‘বাক্যে ‘নদী’ কোন প্রকার বিশেষ্য?

(ক) নামবাচক

(খ) বস্তুবাচক

(গ) জাতিবাচক

(ঘ) সমষ্টিবাচক

৪।কোনগুলো যৌগিক শব্দের উদাহরণ?

(ক) পঙ্কজ, জলধি

(খ) হস্তী, বাঁশি

(গ) রাজপুত্র, মহাযাত্রা

(ঘ) দৌহিত্র, গায়ক

৫। ‘ভিক্ষতা’ কোন পদের উদাহরণ?

(ক) ক্রিয়া

(খ) অব্যয়

(গ) গুণবাচক বিশেষ্য

(ঘ) ভাববাচক বিশেষ্য

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

৬। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকে?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

৭। কাজটি করে দাও না ভাই।’ এ বাক্যে কোন ধরনের ভাব প্রকাশ পেয়েছে?

(ক) প্রার্থনা

(খ) আদর

(গ) অনুরোধ

(ঘ) দু:খ

৮। শরতের পরে আসে বসন্ত।’ এ বাক্যটিতে অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) স্বল্প বিরতি

(খ) পর্যন্ত

(গ) নিমিত্ত

(ঘ) দীর্ঘ বিরতি

 

৯।বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

(ক) বিশ

(খ) বাইশ

(গ) পঁচিশ

(ঘ) ছাব্বিশ

১০।বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

(ক) কেষ্টা

(খ) ডিঙা

(গ) চাষা

(ঘ) ঢাকাই

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১১।বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি?

(ক) পাঁচ

(খ) ছয়

(গ) সাত

(ঘ) আট

১২।কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ?

(ক) স্কুল > ইস্কুল

(খ) আজি > আইজ

(গ) রত্ন> রতন

(ঘ) বিলাতি > বিলিতি

১৩। সন্নিহিত দুটি ধ্বনির মিলনে কী গঠিত হয়?

(ক) ক্রিয়াপন

(খ) কারক

(গ) সমান

(ঘ) সন্ধি

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা
১৪।নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি?

(ক) এটা নয় এটা আন ।

(খ) ন্যাকামিটা এখন রাখ।

(গ) একখানা বই কিনে দাও।

(ঘ) পোয়াটাক দুধ দাও।

১৫।জনৈক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

(ক) জন + এক

(খ) জন + নৈক

(গ) জন + ঔক

(ঘ)জন + নৈক

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

১৬। দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাস কোনটি?

(ক) কর্মধারয়

(খ) তৎপুরুষ

(গ) দিগু

(ঘ) বহুব্রীহি

১৭।ব্যতিহার বহুব্রীহি কোনটি?

(ক) হাতেখড়ি

(খ)হাতাহাতি

(গ) উনপাঁজুরে

(ঘ) অন্তরীপ

১৮। ‘প্রতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?

(ক)আধিপত্য

(খ) সমাক

(গ) বিরোধ

(ধ) অতিক্রম

১৯। কোনটি তারিখবাচক শব্দ?

(ক) পহেলা

(খ) প্রথম

(গ) এক

(ঘ) ১

২০।বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

(ক) ক্রিয়া প্রকৃতি

(খ) প্রাতিপদিক

(গ) কৃতি

(ঘ) প্রত্যয়

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

২১।আই-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

(ক)পাকড়াও

(খ) ডুবন্ত

(গ) চড়াই

(ঘ) শুনািন

২২।সম্প্রদান কারকের উদাহরণ কোনটি?

(ক)ফুল দিয়ে মালা ।

(খ) প্রভাতে সূর্য ওঠে।

(গ) পাপে বিরত হও।

(ঘ) অন্ধজনে দেহ আলো।

২৩।বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?

(ক) পদ

(খ) বিভক্তি

(গ) ক্রিয়া

(ঘ) বাক্য

২৪। কোনটি সমার্থক স্থিতির উদাহরণ?

(ক) রাশি-রাশি

(খ) টাকা- পয়সা

(গ) দেনা-পাওনা

(ঘ) ধনী-গরিব

২৫। কোন বাক্যটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে?

(ক) বেশ এক ঘুম ঘুমিয়েছি।

(খ) এমন সুখের মরণ কে মরতে পারে।

(গ) বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।

(ঘ) শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন।

এসএসসি 2022 ময়মনসিংহ বোর্ড বাংলা ২য় পত্র নৈবিত্তিক এর উত্তরমালা

২৬। প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?

(ক) যৌগিক ক্রিয়া

(খ) মিশ্র ক্রিয়া

(গ) অসমাপিকা ক্রিয়

(ঘ) ণিজন্ত ক্রিয়া

২৭। ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?

(ক) রাঘব বোয়াল

(খ) নেই আঁকড়া

(গ) কেউকেটা

(খ) টনক নড়া

২৮। ‘সৌভাগ্যের বিষয় বোঝাতে কোন বাগধারার ব্যবহার

(ক) একাদশে বৃহস্পতি

(খ) মানিকজোড়

(গ) সোনায় সোহাগা

(ঘ) উত্তম-মধ্যম

২৯।শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?” এর পরোক্ষ উক্তি কোনটি?

(ক) আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।

(খ) আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জানতে চাইলেন।

(গ) আমরা ছুটি চাই কি না, – শিক্ষক তা জিজ্ঞা
করলেন

(ঘ) আমাদের ছুটির দরকার কি না, – শিক্ষক জানতে চাইলেন ৷

৩০।কর্তৃবাচ্যের বাক্য কোনটি?

(ক) ছাত্ররা অঙ্ক করছে।

(খ) আমার খাওয়া হবেনা।

(গ) তোমাকে বসতে হবে।

(ঘ) এবার একটি গান গাওয়া হোক।

Categories Uncategorized

Leave a Comment

x